Homeবিগ ব্রেকিংCM Mamata Banerjee: ‘আগে প্রমাণ দিন..,’ নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee: ‘আগে প্রমাণ দিন..,’ নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বলেছিলাম, টাকা, মৃত্যুর বিকল্প হতে পারে না

কলকাতা: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। এদিনই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সম্মেলনে নীরবতা ভাঙেন তিনি। সম্প্রতি আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের দাবি, মেয়ের মৃত্যুর পর পুলিশ তাঁদের টাকার প্রস্তাব দিয়েছিল। এই বিস্ফোরক অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা বলেন, “আরজি কর নিয়ে অপপ্রচার চলছে। নির্যাতিতার পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। এই দাবি কোথায় করা হয়েছে তার প্রমাণ তাদের দিতে হবে”।

[আরও পড়ুন]: কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? ঠান্ডা না গরম? জানেন?

মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি অনেকে দাবি করছেন যে আমি টাকার কথা বলেছি। প্রথমত, আমি কোথায় অর্থের কথা বলেছি তার প্রমাণ দেখান। মিথ্যা বিবৃতি দেওয়া হচ্ছে। এটা একটা অপপ্রচার। এর পেছনে ষড়যন্ত্র চলছে”। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার আগেই চিকিৎসক সংগঠন ক্ষতিপূরণের দাবি তুলেছিল।

[আরও পড়ুন]: ডেঙ্গু হলে শরীরে দুর্বলতা আসে, দ্রুত সুস্থ হওয়ার উপায় রইল

তিনি আরও বলেন, “আমি বাবা-মাকে বলেছিলাম, টাকা, মৃত্যুর বিকল্প হতে পারে না। আপনার মতো আমরাও গভীরভাবে শোকাহত। তবে আপনি যদি কখনও আপনার মেয়ের স্মৃতিতে ভাল কিছু করার কথা ভাবেন। তবে দয়া করে আমাদের জানান”। এমনটাই জানিয়েছেন মমতা।

[আরও পড়ুন]: লুচিতে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। লুকিয়ে বাড়ছে বিপদ

মমতার মতে, অন্য রাজ্যে কিছু ঘটলে তা নজরে আসে না। আমরা দীর্ঘদিন ধরে নীরবে সহ্য করেছি। কেটে গেছে এক মাস এক দিন। এ বার পুজোর আবহে ফিরুন। কথা বলতে চাইলে জানাবেন। আন্দোলনকারীদের প্রতি এটাই মুখ্যমন্ত্রীর বার্তা। রাজ্য পুলিশের প্রশংসা করে মমতা বলেন, “ভাগ্যিস পুলিশ এই দিনগুলি সামাল দিতে পেরেছে। তাই সব শান্তিপূর্ণই থেকেছে। তারা সহিংসতার মুখোমুখি হয়েছে, নিজেদের রক্ত ঝরিয়েছে। কিন্তু তারা অন্য কারও রক্ত নেয়নি। তবে মনে রাখতে হবে, পুলিশেরও পরিবার আছে, জীবন আছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন