HomeবিদেশMan Eater: মানুষখেকো মহিলা! সন্দেহ পুলিশের

Man Eater: মানুষখেকো মহিলা! সন্দেহ পুলিশের

দেহ রাখা হয়েছিল রেফ্রিজারেটরে।

মানুষে মানুষ খায়? এমন শুনেছেন কখনো? এমন ই এক ঘটনার সন্দেহে আমেরিকার এক মহিলা কে গ্রেফতার করল পুলিশ। ব্রুকলিনের এক অ্যাপার্টমেন্টেই ঘটল এই ঘটনা। ৪৫ বছর বয়সি হিদার স্টাইনেস নামে ঐ মহিলার বাড়িতেই মিলল মানব দেহের বিভিন্ন অংশ।

কয়েকদিন আগে পুলিশ এই ভয়াবহ ঘটনার কথা জানতে পারে। একপ্রকার সন্দেহের বসেই সন্ধান শুরু করেছিলে এবং তারপরই এই অ্যাপার্টমেন্টের খোঁজ পায় পুলিশ। দেহ রাখা হয়েছিল রেফ্রিজারেটরে। দুর্গন্ধ বেরিয়ে আসছিল বলে রেফ্রিজারেটরটি টেপ-আপ করা হয়েছিল।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জোসেফ কেনি বলেছেন, ‘তদন্তের সময় আমরা ফ্রিজারে শরীরের কিছু অংশ দেখতে পাই। – যেগুলোর ‘মাথা আছে, দেহের কিছু অঙ্গও আছে। এই মুহূর্তে, মনে হচ্ছে ব্যক্তির পুরো শরীরই আছে এখানে। আমরা সেই ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করছি’।

হিদার স্টাইনস তাঁর স্বামীর সঙ্গে ব্রুকলিনের এই অ্যাপার্টমেন্টে থাকতেন। হেদার মাদকের সমস্যার সাথে লড়াই করেছিল এবং পরিবার থেকে বাঁচতে কয়েক বছর আগে কেনটাকি থেকে দূরে চলে এসেছিল। হেদার স্টাইনসের স্বামী নিকোলাস ম্যাকগি, সেপ্টেম্বর থেকে ভার্জিনিয়া জেলে রয়েছেন, একটি জালিয়াতি চেক নগদ করার চেষ্টা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনটাই জানা গেছে হেদার স্টাইনসের ৭৯ বছর বয়সী পিসি অ্যামি স্টাইনস এর কাছ থেকে।

________

Latest news

Related news