তারকেশ্বর TV: বর্ষা মৌসুমে, আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে পরিবেশে কেন্নো বৃদ্ধির প্রধান কারণ। এজন্য বর্ষাকজায়ই অনেক সময় ঘরের ভেতরে কেন্নো দেখা যায়। কখনও তা দেয়ালে, কখনও জানালার পাল্লায় প্যাচ তৈরি করে, আবার কখনও বাথরুমে কেন্নোর উপদ্রব চলতেই থাকে। তবে কেন্নো নিয়ে আর চিন্তার কোন কারণ নেই। কেন্নো থেকে রক্ষা করতে এই বিশেষ তেলটি ব্যবহার করুন।
[আরও পড়ুন]: কোপি, ধনেপাতা, টমাটো খেলেই পেট খারাপ হবে বর্ষাতে। কেন জানুন
বর্ষাকালে যে কোনও জায়গায় কেন্নো লক্ষ্য করা যায়। বর্ষাকালে আশপাশের সবকিছু একটু স্যাঁতস্যাঁতে থাকায় এদের উপদ্রব অনেক বেড়ে যায়। যদি আপনার বাড়িতে কেন্নো ঢোকে তবে চিন্তার দরকার নেই, আপনি এই তেলটি (Millipede killing medicine) জলে মিশিয়ে ব্যবহার করেন, সহজেই কেন্নোর হাত থেকে মুক্তি পেতে পারেন। কেন্নো আপনার বাড়ির কাছে আসবে না। এই তেল কেন্নো প্রতিরোধের অব্যর্থ অশুধ।
বর্ষাকালে শুধু কেন্নো নয়, প্রচুর মাকড়সাও বৃদ্ধি পায়। তাদের প্রতিহত করার জন্য এবং বাজারে আপনি অনেক ধরনের কীটনাশক খুঁজে পেতে পারেন। অনেকেই সেই সব কেমিক্যাল ব্যবহার করেন। কিন্তু এতে খুব একটা লাভ হয় না।
[আরও পড়ুন]: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?
[আরও পড়ুন]: মারণ অভ্যাস ধূমপান। ছাড়ুন এই ৫ টি ঘরোয়া উপায়ে
এখন থেকে কেন্নো তাড়াতে বাজার থেকে কোনো কেমিক্যাল বা স্প্রে (Millipede killing medicine) কেনার প্রয়োজন নেই। ঘরোয়া প্রতিকার ব্যবহার করে আপনি কেন্নো থেকে মুক্তি পেতে পারেন।
কীভাবে আপনার বাড়িকে কেন্নোমুক্ত করবেন তা জানতে চাইলে আজকের প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।
[আরও পড়ুন]: ভুলে যাবার চিন্তা এবার ভুলে যান। এসে গেছে দ্বিতীয় ব্রেন।
[আরও পড়ুন]: আপনার 4G ফোনেও কি কাজ করবে 5G সিম?
আপনি কি কখনও বাড়িতে এমনভাবে তেল (Millipede killing medicine) ব্যবহার করার কথা ভেবেছেন যে কেন্নো পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে? এই তেল সবসময় আপনার বাড়িতে থাকে। তেলটি হল কেরোসিন তেল। কেন্নো তাড়াতে এই তেলের ব্যবহার একেবারে মোক্ষম ওষুধ। কেরোসিন তেলের গন্ধ কেন্নো সহ্য করতে পারে না। তাই বাড়ির আশপাশে নির্দিষ্ট স্থানে কেরোসিন তেল ব্যবহার করলে ঘরের কাছে কেন্নো আসবে না। এ ছাড়া বাড়িঘর যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। যেহেতু স্যাঁতসেঁতে অবস্থায় কেন্নোর ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি, তাই ঘরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করছে কিনা তা নিশ্চিত করা এবং ঘর পরিষ্কার রাখা জরুরি।
[আরও পড়ুন]: এআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।
চাইলে বেকিং সোডা ও লবণ মিশিয়ে স্প্রে তৈরি করতে পারেন। ঘর পরিষ্কারের জন্য এই স্প্রে বেশ উপযোগী। তবে স্থায়ীভাবে কেন্নো তাড়াতে চাইলে অবশ্যই কেরোসিন তেল (Millipede killing medicine) ব্যবহার করতে হবে। কেন্নো প্রতিরোধের জন্য কেরোসিনের চেয়ে ভাল উপায় আর নেই। ১ কাপ কেরোসিন তেল ১ লিটার জলে মিশিয়ে নিন। এরপর ঘর, জানালা ও দরজার চারপাশে স্প্রে করুন। ঘরে ঢুকতে পারে এমন সম্ভাব্য সব জায়গায় কেরোসিন তেল স্প্রে করতে হবে। জল ও কেরোসিন তেলের মিশ্রণের গন্ধ আপনার ঘরের কাছে কেন্নোকে আসতেই দেবে না।
________