Homeদক্ষিণবঙ্গPanskura Flood: পাঁশকুড়ার জল যন্ত্রণা। ভেঙে গেছে কাঁচা বাঁধ। দেখুন সেই...

Panskura Flood: পাঁশকুড়ার জল যন্ত্রণা। ভেঙে গেছে কাঁচা বাঁধ। দেখুন সেই ভিডিও ও ছবি

চরম দুর্ভোগে স্থানীয় জনগণ

তারকেশ্বর TV: ১৮ তারিখ ভোরের দিকে কংসাবতীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে জেলাগুলিতে নদীগুলির স্তর বিপদসীমার উপরে উঠে গিয়েছিল।

[আরও পড়ুন]: 3GB ডেটা, কল! তাও মাত্র ৭ টাকায়? পূজার আগে দুর্দান্ত অফার BSNL এর

ডিভিসি থেকে জল ছাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বুধবার সকালে আচমকাই পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশ নদীর বাঁধে ভেঙে পড়ে। চরম ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, ভাঙনের জেরে ওই এলাকায় জল ঢুকছে।

দেখুন ভিডিও…

[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন

বন্যাকবলিত অঞ্চলগুলোর মধ্যে ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ড রয়েছে। তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে স্টেশনের দিকেও জল প্রবাহিত হতে থাকে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় জনগণ।

Search Special image

________

এই মুহূর্তে

আরও পড়ুন