তারকেশ্বর TV: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াশিমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM-KISAN) যোজনার ১৮তম কিস্তি বিতরণ করতে চলেছেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি দেশের ৯.৪ কোটিরও বেশি কৃষকের জন্য ২০,০০০ কোটি টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে বিতরণ করবেন।
এই দিনটি “PM-KISAN উৎসব দিবস” হিসেবে সমগ্র দেশে পালিত হচ্ছে। প্রায় ২.৫ কোটি কৃষক এই অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), এক লাখ প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং পাঁচ লাখ কমন সার্ভিস সেন্টার থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, ১৮তম কিস্তির মাধ্যমে PM-KISAN যোজনায় মোট অর্থ বিতরণ ৩.৪৫ লাখ কোটি টাকারও বেশি অতিক্রম করবে। যা দেশের ১১ কোটিরও বেশি কৃষককে উপকৃত করবে। এর আগে, ২০২৪ সালের ১৮ জুন প্রধানমন্ত্রী ১৭তম কিস্তি বিতরণ করেছিলেন। ওই সময় উপকৃত হয়েছিলেন প্রায় ৯.২৫ কোটি কৃষক।
পিএম কিষাণ তালিকা (KISAN beneficiary list ) কীভাবে পরীক্ষা করবেন:
[আরও পড়ুন]: হটাৎ কালো হয়ে যাচ্ছে ঠোঁট। কোন বিপদের ইঙ্গিত?
১. প্রথমে সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in।
২. হোমপেজে ‘কিসান কর্নার’ অপশনটি সিলেক্ট করুন।
৩. তালিকায় (beneficiary list) প্রবেশ করুন।
৪. ড্রপডাউন মেনু থেকে আপনার গ্রাম, তহশিল, জেলা এবং রাজ্য নির্বাচন করুন।
৫. এরপর ‘গেট রিপোর্ট’ বাটনে ক্লিক করুন।
[আরও পড়ুন]: জামালপুরে দামোদর নদে এক জেলের জালে ধরা পড়ল ইলিশ
[আরও পড়ুন]: পিটবুল কান কামড়ে ছিঁড়ে দিল। চলল ১১ ঘণ্টার অস্ত্রোপচারে
আপনার ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন অনলাইনে:
১. প্রথমে সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in।
২. হোমপেজের উপরের ডানদিকে থাকা “e-KYC” বাটনে ক্লিক করুন।
৩. আপনার আধার নম্বর দিন।
৪. আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে।
৫. ওটিপি লিখুন এবং ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
ফেব্রুয়ারি ২০১৯-এ চালু করা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM-KISAN) যোজনার উদ্দেশ্য হল দেশের কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া। যা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়। প্রতিটি কিস্তি ২,০০০ টাকা করে।
________