HomeকলকাতাRaj Charkraborty: রাজ চক্রবর্তীর ফেসবুক, সাইবার অপরাধীদের দখলে।

Raj Charkraborty: রাজ চক্রবর্তীর ফেসবুক, সাইবার অপরাধীদের দখলে।

রাজ চক্রবর্তীর পরিচিতির কিছু তথ্য এখনও রয়ে গেছে

তারকেশ্বর TV: পরিচালক রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি তার নজরে আসে। হ্যাকাররা তার নাম পরিবর্তন করে একটি বিদেশি ভাষায় নতুন নাম বসিয়েছে। যদিও প্রোফাইলের নাম ও ছবি পরিবর্তন করা হয়েছে, তবে বায়োতে ইংরেজিতে রাজ চক্রবর্তীর পরিচিতির কিছু তথ্য এখনও রয়ে গেছে।

Search Special image

পরিচালক রাজ চক্রবর্তী ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ এবং সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার ‘রাজ চকো’ নামে একটি ভেরিফায়েড পেজ ছিল, যেটি থেকে অন্যান্য প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেখান থেকেই হ্যাকের ঘটনা ঘটেছে এবং বর্তমানে সবকটি প্রোফাইল হ্যাকারদের নিয়ন্ত্রণে। তিনি উদ্বিগ্ন যে এই প্রোফাইলগুলির মাধ্যমে ভুল বা আপত্তিকর কিছু পোস্ট করা হতে পারে। তিনি আশা করছেন, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা

[আরও পড়ুন]: নীতা আম্বানির স্বাস্থ্যকর ডায়েট লিস্ট

ঘটনার পরপরই পরিচালকের কাছে অনেক ফোন আসে। অনেকেই জানতে চান প্রোফাইলের অস্বাভাবিক পরিবর্তনের বিষয়ে। তার টিম বিষয়টি সম্পর্কে নোটিফিকেশন পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়েছে।

[আরও পড়ুন]: কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? ঠান্ডা না গরম? জানেন?

প্রসঙ্গত, কিছুদিন আগেই নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একই ধরনের হ্যাকের শিকার হয়েছিল। হ্যাকের পর তাদের প্রোফাইলে বিদেশি ভাষায় বিভিন্ন পোস্ট করা হয় এবং রণবীরের ক্ষেত্রে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত ভিডিও মুছে ফেলা হয়েছিল।

________

এই মুহূর্তে

আরও পড়ুন