তারকেশ্বর TV: রনভীর এল্লাবদিয়া, যিনি বিয়ার বাইসেপসের মতো ইউটিউব চ্যানেলের জন্য জনপ্রিয়। বুধবার রাতে একটি সাইবার হামলার শিকার হন। সাইবার হামলাকারীরা তাঁর সব ইউটিউব চ্যানেল হ্যাক করে। সঙ্গে সঙ্গে নাম পরিবর্তনও করে দেয়।
হ্যাকাররা আনঅথরাইজড অ্যাক্সেস করে তাঁর চ্যানেলের নাম বদলে ‘Tesla’ নামকরণ করেছে। এবং তাঁর ব্যক্তিগত চ্যানেলের নাম বদলে ‘@Tesla.event.trump_2024’ করা হয়েছে।
[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়
সাইবার অ্যাটাকাররা সব ইন্টারভিউ এবং পডকাস্ট ডিলিট করে দিয়েছে। সেগুলোর পরিবর্তে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের পুরনো ইভেন্টের স্ট্রিম আপলোড করেছে।
[আরও পড়ুন]: স্টমাক ফ্লু -নামটা বার্ড ফ্লু-র মতই। রেহাই কিভাবে?
এই ঘটনা সম্প্রতি সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পরের ঘটনা। ‘বিয়ার বাইসেপস’ (Beer Biceps) চ্যানেলটির নাম পরিবর্তন করে “@Elon.trump.tesla_live2024” করা হয়েছে।
[আরও পড়ুন]: ডেঙ্গু হলে শরীরে দুর্বলতা আসে, দ্রুত সুস্থ হওয়ার উপায় রইল
এদিকে, তিনি ২২ বছর বয়সে Beer Biceps ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তাঁর কনটেন্ট তৈরির যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর প্রায় ৭টি ইউটিউব চ্যানেল রয়েছে। যেগুলোতে তাঁর সুবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১২ মিলিয়ন।
________