HomeদেশMumbai Blast: বিস্ফোরণের তীব্রতায় দেহ চেনাই যাচ্ছে না। ভয়ঙ্কর কাণ্ড।

Mumbai Blast: বিস্ফোরণের তীব্রতায় দেহ চেনাই যাচ্ছে না। ভয়ঙ্কর কাণ্ড।

মহারাষ্ট্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে

তারকেশ্বর TV: মহারাষ্ট্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। শুক্রবার সকালে কল্যাণ ডোম্বিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল আধিকারিক দত্তাত্রেয় শেলকে জানান, বর্তমানে কুলিং অপারেশন চলছে। আজ সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে কমপক্ষে ৬৪ জন আহত ব্যক্তির, নিকটবর্তী ছয়টি হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিতে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। চেনেন?

বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ডোম্বিভলি শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। রাসায়নিকের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমনকি তিন কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের কারখানা ও বাড়িতেও আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন ব্যবহার করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ) উদ্ধার অভিযানে অবদান রেখেছে।

আরও পড়ুন: অপ্রত্যাশিত বিস্ময়ের সম্মুখীন হন রচনা ব্যানার্জী

রাত পেরিয়ে সকালেও চলে উদ্ধার অভিযান। শুক্রবার সকালে এনডিআরএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারাং কুরভে বলেন, “আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে”। তবে উদ্ধার অভিযানের সময়কাল এখনো স্পষ্ট করে বলা হয়নি।

আরও পড়ুন: এবার পকেটে আইফোন থাকলে বোঝাই যাবে না। অ্যাপেল আনতে চলেছে স্লিম ভার্সন

কারখানার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিস্ফোরক দ্রব্য ও বিপজ্জনক রাসায়নিক মজুত রাখার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারাও প্রয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশ কমিশনারেটের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্তে একাধিক টিম গঠন করা হয়েছে। এমনকি যে সরকারি আধিকারিকরা কারখানাকে ছাড়পত্র দিয়েছেন, তাঁদেরও তদন্ত করা হবে।

আরও পড়ুন: পুরুষের তুলনায় মহিলাদের কেন বেশি ঘুমের প্রয়োজন?

এনডিআরএফ জানিয়েছে, কারখানায় আগুন লেগেছে, সেটি ফুড কালার তৈরির কারখানা। তারা সেই উদ্দেশ্যে পারক্সাইড ব্যবহার করত, যা অত্যন্ত প্রতিক্রিয়াশীল। এটি একটি বিপজ্জনক বিস্ফোরণ ঘটাতে পারে। উদ্ধারকারীরা মনে করছেন, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না। আর আজ সকালেও ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক গন্ধ পাওয়া যাচ্ছে।

________

Latest news

Related news