HomeবিদেশDubai Flood: দুবাই-এ আশঙ্কার প্রহর গুনছে কলকাতার যাত্রীরা

Dubai Flood: দুবাই-এ আশঙ্কার প্রহর গুনছে কলকাতার যাত্রীরা

ইকে ৫৭২ বিমানকে কলকাতার দিকে যেতে দেখানো হলেও সন্ধ্যার পর তা সরিয়ে ফেলা হয়।

তারকেশ্বর TV: বিশাল বিমানবন্দরে অসংখ্য যাত্রী কার্যত দিশাহারা। ইনফরমেশন ডিসপ্লে বোর্ডগুলি ক্রমাগত 150 টিরও বেশি ফ্লাইট সম্পর্কে বিশদ প্রদর্শন করছে। সবই ‘ডিলেড’। বুধবার বিকেল নাগাদ দুবাই বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডে এমিরেটস ইকে ৫৭২ বিমানকে কলকাতার দিকে যেতে দেখানো হলেও সন্ধ্যার পর তা সরিয়ে ফেলা হয়।

এই শয়ে শয়ে দিশেহারা যাত্রীকে তথ্য দেওয়ার জন্য দুবাই বিমানবন্দরে এমিরেটসের কোনও কর্মীকেও খুঁজে পাওয়া যায়নি, জানিয়েছেন যাত্রীরাই। যে বোর্ডিং গেট থেকে কলকাতার উড়ান ছাড়ার কথা ছিল, তার সামনের ডিসপ্লে বোর্ডে কখনও কলকাতা, কখনও তা বদলে ওয়ার’শ (পোল্যান্ডের রাজধানী) হয়ে গিয়েছে।

মঙ্গলবার বিশ্বের বিভিন্ন স্থান থেকে দুবাই পৌঁছানোর পর বিখ্যাত ‘ডিউটি ফ্রি শপ’ বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন এসব যাত্রী। তা সত্ত্বেও কিছু খাবারের দোকান খোলা থাকায় যাত্রীদের ভিড় বাড়ে।

ম্যাঞ্চেস্টার থেকে কলকাতা যাত্রায় আটকে পড়া চিকিৎসক শুভজিৎ দত্তরায় শেষ পর্যন্ত কবে কলকাতা যেতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। এর মাঝেই দুবাইয়ে প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলেও বুধবার দুপুরের পর থেকে সূর্যের তেজ পড়েছে ঝলমলে। তবে শহর থেকে আসা পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের বিমানবন্দরে পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মজার ব্যাপার হলো, বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এমিরেটসের এক কর্মী সেখানে পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু তাদের স্বাভাবিক ২০ মিনিটের যাত্রার পরিবর্তে তিন ঘন্টা সময় লেগেছে। এদিকে বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীরা মঙ্গলবার থেকে অক্লান্ত পরিশ্রম করছেন।

________

Latest news

Related news