Homeবিগ ব্রেকিংIndian Railway: রেললাইনে কখনো পাথর, কখনো সিলিন্ডার, এক সপ্তাহে তিনবার ট্রেন বেলাইন করার...

Indian Railway: রেললাইনে কখনো পাথর, কখনো সিলিন্ডার, এক সপ্তাহে তিনবার ট্রেন বেলাইন করার চেষ্টা?

রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে

তারকেশ্বর TV: জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৭টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনার জেরে ট্রেনে যাতায়াত করতে ভয় পাচ্ছেন যাত্রীরা। এই ধারাবাহিক দুর্ঘটনা ভারতীয় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। রেলের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই আরও বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে এল।

[আরও পড়ুন]: ১০ হাজার বছরের পুরনো রহস্যময় প্রাচীর – জার্মানির বাল্টিক উপসাগরে

সম্প্রতি রেল মন্ত্রকের তরফে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে যে, মাত্র এক সপ্তাহে কমপক্ষে তিনবার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। শুধু গত সপ্তাহেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে দু’টি। পাশাপাশি, রেললাইনে রান্নার গ্যাস সিলিন্ডার বসিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে।

[আরও পড়ুন]: অফিস খুলে শেখানো হচ্ছে প্রতারণার নানা কৌশল। সাবধান হতে জানুন

এক সপ্তাহে তিনবার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা সত্ত্বেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। লোকোমোটিভ পাইলটদের দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তারা এমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করেছেন। তবে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রেলওয়ে কর্তৃপক্ষের জন্য উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘটনায় নাশকতার ইঙ্গিত রয়েছে।

[আরও পড়ুন]: বৃহন্নলাদের মৃতদেহ রাতে সৎকার করা হয় কেন জানেন?

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত রবিবার কানপুরে রেললাইনে একটি গ্যাস সিলিন্ডার বসানো হয়েছিল। সৌভাগ্যক্রমে, যে ঘটনায় বিরাট কিছু হওয়ার আগেই লোকো পাইলট বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক করেন। এছাড়া যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখান থেকে পেট্রোল ও দেশলাই উদ্ধার করেছে পুলিশ। স্বাভাবিকভাবে এমন ঘটনা থেকে স্পষ্ট, ওই জায়গায় দুষ্কৃতীদের কোন কু-মতলব ছিল।

[আরও পড়ুন]: বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক, যেটি ৩৭০০ বছর আগের

রেলওয়ে কর্তৃপক্ষের উপস্থাপিত তথ্যের ভিত্তিতে স্বাভাবিকভাবেই দেশে ঘন ঘন ট্রেন দুর্ঘটনার পেছনে কোনো অশুভ উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলা XP-র প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি, ফারহাতুল্লাহ ঘৌরি নামে এক পাকিস্তানি জঙ্গি টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে একটি বড় ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা করা হচ্ছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন