Homeবিগ ব্রেকিংRain Update: মেঘ বৃষ্টিতে পূজা। সপ্তমী থেকে একাদশী।

Rain Update: মেঘ বৃষ্টিতে পূজা। সপ্তমী থেকে একাদশী।

ষষ্ঠীতে আকাশ থাকবে আংশিক মেঘলা

তারকেশ্বর TV: নিম্নচাপ কেটে গেলেও এই পুজোয় রাজ্যবাসীকে কিছুটা বৃষ্টি ভোগাতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গায়ও বৃষ্টি হবে না, তাই ঠাকুর দেখা নিয়ে খুব একটা সমস্যা হবে না।

Search Special image

আলিপুর আবহাওয়া দফতরের মতে, ১০ অক্টোবর পর্যন্ত, সপ্তমী পর্যন্ত, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় না, কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ১১ অক্টোবর, অষ্টমী-নবমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। অন্য দক্ষিণের জেলাগুলিতে ওই দিন হালকা বৃষ্টি হতে পারে। দশমীর দিনও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একাদশীতে, রবিবার, কলকাতা ও আশপাশের কিছু এলাকায় অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়

[আরও পড়ুন]: কৌটোয় রাখা বিস্কুট একেবারে মিইয়ে গিয়েছে? মেনে চলুন এই টোটকা। থাকবে মুচ মুচে

কলকাতায় পুজোর ক’টা দিন একটু মেঘলা আকাশ থাকবে আর কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আনন্দবাজার পত্রিকা অনুসারে, ষষ্ঠীতে আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রির মতো থাকবে। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর একাদশীতেও শহরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন