তারকেশ্বর TV: আধার কার্ডে ঠিকানা বদলের পর সাইবার জালিয়াতির শিকার হলেন এক মহিলা। তিনি ঘটনাটি পুলিশকে জানান, যার ফলে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
নয়ডার সেক্টর ৭৮-এর মহগুন মডার্ন সোসাইটির বাসিন্দা মুনমুন ভট্টাচার্যকে তাঁর আধার কার্ডে নিজের ঠিকানা আপডেট করতে হয়েছিল। কীভাবে এটি করতে হবে সে সম্পর্কে জ্ঞানের অভাব থাকায় তিনি সহায়তার জন্য গুগলের শরণাপন্ন হন। গুগলে আধার সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বর পাওয়ার পর তিনি ফোন করলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। পরবর্তীকালে প্রতারকরা তাকে তার মোবাইল ডিভাইসে একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করার নির্দেশ দেয়। এই অ্যাপের মাধ্যমে তাঁর আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়।
মেসেজ পেয়ে অবাক হয়ে যান ওই মহিলা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। নয়ডার সেক্টর ১১৩ থেকে ইন্সপেক্টর সর্বেশ কুমার সিং জানিয়েছেন, দুষ্কৃতীরা এখনও অজ্ঞাত। মহিলার টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অন্যান্য উপভোক্তাদেরও আধার জালিয়াতি থেকে সতর্ক থাকতে সতর্ক করা হচ্ছে। অপরিচিতদের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বাস করা বাঞ্ছনীয়, কারণ সেই প্ল্যাটফর্মে প্রতারণার কোনও জায়গা নেই।
________