তারকেশ্বর TV: এসি রুমের বাইরে প্রচণ্ড গরম। দুপুরের রোদে রাস্তাঘাট শুকিয়ে যাচ্ছে। বাংলার মানুষ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে। সবাই আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে বৃষ্টির অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান। আজ শনিবার বৃষ্টি হবে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। কোথায় এবং কখন বৃষ্টি হবে তা জানার জন্য সবাই আগ্রহী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই প্রচুর কাঙ্ক্ষিত জলীয় বাষ্প ঢুকছে। এতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার থেকে বৃষ্টি হবে বলে জানা গেছে। শনি ও রবিবার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে একটানা বৃষ্টি হবে।
ভিডিওতে দেখুন আজকের আবহাওয়াঃ
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিন্তু তাপমাত্রা কতটা ওঠানামা করবে? আবহাওয়াবিদরা বলছেন, আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম।
সোমবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার কোথায় এবং কখন বৃষ্টি হবে তা এখনও জানায়নি হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার জেরে সাগর ফুলে ফেঁপে উঠতে পারে।
________