HomeদেশSpiceJet: বিমানের ইঞ্জিনে ধাক্কা মারল পাখি। ভয়, চেঁচামেচি আকাশপথে

SpiceJet: বিমানের ইঞ্জিনে ধাক্কা মারল পাখি। ভয়, চেঁচামেচি আকাশপথে

পাখির ধাক্কায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ

তারকেশ্বর TV: মাঝ আকাশে পাখির ধাক্কায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে লেহগামী বিমান। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে আছেন। অন্য বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:  বিনামূল্যে OTT পরিষেবা, দৈনিক ২.৫ জিবি ডেটা। এয়ারটেলের ধামাকা প্ল্যান

রবিবার সকাল ১০টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেয় স্পাইসজেটের এসজি১২৩ বিমান। তবে মাটি ছাড়ার সঙ্গে সঙ্গেই একটি পাখি বিমানের একটি ইঞ্জিনে ধাক্কা মারে। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা ছিল। পাইলট বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: কথা নয় শুধু গুন গুন করলেই হবে। গান খুঁজে দেবে ইউটিউব? আজব ব্যপার…

জরুরি ঘোষণা এলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় কোনো বিপদ ঘটেনি। বেলা ১১টা নাগাদ বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। পরে অন্য একটি বিমানে করে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: রাম মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা। মাত্র ৫ মাসের মধ্যই এই নিয়ম

গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে জরুরি অবতরণ করতে হয়। বেঙ্গালুরু থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের যাত্রীরা বিমানের ইঞ্জিনে আগুন দেখতে পান। তড়িঘড়ি বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার ঠিক দু’দিন আগে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানকে ১৭৫ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে রওনা দিয়েছিল। আকাশে ওড়ার সময় ইঞ্জিনেও আগুন লেগেছিল। সেই বিমানটিকেও জরুরি অবতরণ করতে হয়েছিল।

________

এই মুহূর্তে

আরও পড়ুন