কলকাতা: আরজি করের ঘটনা নিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তিনি নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং একটি বিশেষ বার্তা দিয়েছেন।
[আরও পড়ুন]: শ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি
মঙ্গলবার আরজি করের ঘটনার সুবিচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে মিছিল করে ‘ছাত্রসমাজ’। পদযাত্রায় পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বুধবার অর্থাৎ আজ ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিরোধী দল। এদিনই মৃত ছাত্রীর পরিবারের উদ্দেশে বিশেষ বার্তা পাঠান মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন]: HIV ধরা পরেছে রাখি সাওয়ান্তের? এমনই গুঞ্জন নেট পারায়
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘একটি বিশেষ প্রতিষ্ঠা দিবস’ তিনি উৎসর্গ করেছেন কিছুদিন আগে আরজি কর হাসপাতালে সেই বোনকে, যাঁকে আমরা দুঃখজনকভাবে হারিয়েছি। আর জি কর হাসপাতালে আমাদের সেই বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি।
[আরও পড়ুন]: বল তুই আমাকে ভালবাসিস। বলেই ছেলেটির মাথাটা দিল ঠুকে!
উপরন্তু, আমরা ভারতজুড়ে সমস্ত বয়সের মহিলাদের জন্য শোক প্রকাশ করি যারা অমানবিক কাজের শিকার হয়েছেন। ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে তিনি লেখেন, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে এবং চারপাশের সবাইকে উজ্জ্বল আগামীর দিকে উদ্বুদ্ধ করে ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি অনুপ্রাণিত করা তাদের কর্তব্য। এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আজকের দিনে এটাই আমার আবেদন।
________