HomeদেশGurugram: ইনস্টাগ্রামে জোর করে বন্ধুত্ব, ‘অশ্লীল’ বার্তা, গ্রেফতার শিক্ষক।

Gurugram: ইনস্টাগ্রামে জোর করে বন্ধুত্ব, ‘অশ্লীল’ বার্তা, গ্রেফতার শিক্ষক।

সম্পর্ক শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যেই বজায় থাকুক, টা চায়নি এই শিক্ষক

তারকেশ্বর TV: শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যেই বজায় থাকুক, টা চায়নি এই শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করতেও চেয়েছিলেন তিনি। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বারবার ‘অশালীন’ মেসেজ পাঠানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। অভিযুক্তের নাম সঞ্জু বর্মা।

আরও পড়ুন: HIV ধরা পরেছে রাখি সাওয়ান্তের? এমনই গুঞ্জন নেট পারায়

পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের একটি বেসরকারি স্কুলের শিক্ষক সঞ্জু সোশ্যাল মিডিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ছাত্রীর বাবার দাবি, সঞ্জু জোর করে তাঁর মেয়েকে ইনস্টাগ্রামে ফলো করতে বাধ্য করেছিল। যেহেতু মেয়েটির নিজস্ব অ্যাকাউন্ট নেই, তাই অভিযুক্ত শিক্ষক তার মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অনুসরণ করেন। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে ‘ফলো ব্যাক’ করার জন্য চাপও দেয় ওই শিক্ষক।

আরও পড়ুন: কেন আজও মুখোমুখি হন না ঐশ্বর্য-সলমন? কি ছিল বিচ্ছেদের কারণ?

ইনস্টাগ্রামে ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর ধীরে ধীরে ‘অশালীন’ মেসেজ পাঠাতে শুরু করেন সঞ্জু। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানালে তিনি থানায় সঞ্জুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে সঞ্জুকে গ্রেফতার করে গুরুগ্রাম পুলিশ।

_______

Latest news

Related news