HomeবিনোদনAiswarya-Salman: কেন আজও মুখোমুখি হন না ঐশ্বর্য-সলমন? কি ছিল বিচ্ছেদের কারণ?

Aiswarya-Salman: কেন আজও মুখোমুখি হন না ঐশ্বর্য-সলমন? কি ছিল বিচ্ছেদের কারণ?

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সলমন খানের রোমান্টিক সম্পর্ক ছিল

তারকেশ্বর TV: ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সলমন খানের রোমান্টিক সম্পর্ক ছিল। এটা সবাই জানে। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় প্রধান জুটি হিসেবে অভিনয় করেছেন সলমন ও ভারতের প্রথম বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। সিনেমায় অভিনয়ের সময় তারা ঘনিষ্ঠ হন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সলমনের ওপর ঐশ্বর্যর বিরক্তির কারণ কি জানেন?

আরও পড়ুন: নতুন এই বৈশিষ্ট্য আপনাকে ভাবাবেই। জানেন কি সেটা?

বলিউড অভিনেতা সেলিম খানের ছেলে সলমন খান। তিনি তার পিতার কাছ থেকে প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। সলমনের মদ্যপান ও ধূমপানের অভ্যাস শুরু হয় অল্প বয়স থেকেই। ঐশ্বর্যকে যতই মাথায় করে রাখুন না কেন, তাঁর কিন্তু মাথা গরম হলেই বিপত্তি। ঐশ্বর্যর উপর একাধিকবার চোটপাট করেছিলেন সলমন। তিনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। তিনি মদ্যপান এবং ধূমপান থেকে পুরোপুরি দূরে থাকেন। সলমনের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস কখনোই পছন্দ করতেন না। তিনি কিছু সময়ের জন্য সলমনের অপব্যবহার সহ্য করেছিলেন। কিন্তু যখন দেখলেন সলমন তার আচরণ পরিবর্তন করতে রাজি নন, তখন তিনি নিজেই সলমনের জীবন থেকে সরিয়ে নেন। তা না হলে খান পরিবারের পুত্রবধূ হতেন ঐশ্বর্য।

আরও পড়ুন: হিট স্ট্রোক থেকে বাঁচুন। শাহরুখ খান একই কারণে অসুস্থ।

ঐশ্বর্য, সিমি গারেওয়াল তার শোতে বলেছিলেন যে সলমন খান তার জীবন। সলমনের এই দুটি বদ অভ্যাসের জন্যই তাকে ছাড়তে হয়েছিল। পরে ‘আপ কা আদালত’ শোতে এসে সলমন বলেন, তার প্রেমিক-প্রেমিকারা তার নিজের দোষেই তাকে ছেড়ে চলে যায়। অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বর্য সুখে ও শান্তিতে বসবাস করছেন, এতে সলমন খুবই খুশি। তবে এখনও ঐশ্বর্যর কথাগুলো মনে পড়লেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এই ভালোবাসা সে কখনো ভুলতে পারবে না।

________

Latest news

Related news