HomeদেশFighter Jet Crash: ভেঙে পড়ল যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

Fighter Jet Crash: ভেঙে পড়ল যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

তারকেশ্বর TV: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল গণনা চলাকালীন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে নাগরিকদের মধ্যে। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, সুখোই এসইউ-৩০এমকেআই (Su-30MKI) বিমানটি আচমকাই ভেঙে পড়ে।

আরও পড়ুন:  টিভি থেকে এসি-ফ্রিজ, দাম বাড়তে চলেছে সবেরই কিন্তু কেন?

আরও পড়ুন: বুথফেরত সমীক্ষা কী? কিভাবেই বা তা গণনা করা হয় জানেন?

আরও পড়ুন: সঞ্চয় কমেছে ভারতবাসীর। ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন, যথেষ্টই আশঙ্কার।

যুদ্ধবিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট এবং কো-পাইলট লাফিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, তাদের জীবন বাঁচান। তারা দুজনই নিরাপদে আছেন। মাটিতে পড়া মাত্রই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।

জানা গেছে, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার বাকিল ও তার সেকেন্ড-ইন-কমান্ড বিশ্বাস। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি বিধ্বস্ত হয়। তারা উড়োজাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বুঝতে পেরে পাইলট ও কো-পাইলট প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়েন। বিধ্বস্ত হওয়ার পর ফাইটার জেটে যে আগুন লেগেছিল, তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। তবে আগুন লাগার আগেই দুই পাইলটই বিমানটিকে নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হন। তারা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা। তাদের এইচএএল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: SBI Fixed Deposit: প্রবীণ নাগরিকদের জন্য উচ্চ সুদের হার, FD তে কত রিটার্ন পাবেন জানেন?

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিমানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বিমানের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারতীয় বায়ু সেনা, এইচএএল সিকিউরিটি এবং এইচএএল প্রযুক্তি শাখার বিশেষজ্ঞদের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছেন তাঁরা।

________

Latest news

Related news