HomeBankingIndian Economy: সঞ্চয় কমেছে ভারতবাসীর। ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন, যথেষ্টই আশঙ্কার।

Indian Economy: সঞ্চয় কমেছে ভারতবাসীর। ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন, যথেষ্টই আশঙ্কার।

২০২০-২১ অর্থবছরে সঞ্চয়ের পরিমাণ ছিল ২৩ লাখ কোটি টাকা

তারকেশ্বর TV: ২০২০-২১ অর্থবছরে দেশে পারিবারিক সঞ্চয়ের পরিমাণ ছিল ২৩ লাখ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২ লাখ কোটি টাকায়। অর্থাৎ তিন বছরে ভারতীয়দের মোট সঞ্চয় কমেছে প্রায় ১১ লক্ষ কোটি টাকা। খেয়াল করে দেখুন, তিন বছরে যে পরিমাণ সঞ্চয় কমেছে তা দেশের মোট সঞ্চয়ের সমান। অর্থাৎ ভারতে পরিবারের সঞ্চয়ের অর্ধেকের বেশি কমে গেছে। আর সেটা মাত্র তিন বছরের মধ্যেই। অন্যদিকে দরিদ্র ও মধ্যবিত্তদের ওপর ঋণের বোঝা বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরে ভারতে পরিবারগুলোর ওপর ঋণের পরিমাণ ছিল ৭ লাখ ৭০ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ সঞ্চয় যেমন কমছে, তেমনই পরিবারের ওপর থেকে ঋণের বোঝাও দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুন: কেন আজও মুখোমুখি হন না ঐশ্বর্য-সলমন? কি ছিল বিচ্ছেদের কারণ?

আরও পড়ুন: মাথায় বাসা বেঁধেছে অ্যামিবা! দেখেই চিকিৎসকদের চক্ষু কপালে।

আরও পড়ুন: ঝড়ে ছাতা উল্টে যায়? এই ছাতা গুলো দারুণ মজবুত। জানতেন?

‘TV9 বাংলা’ -র এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৭-১৮ অর্থবর্ষে গড়ে ভারতীয় পরিবার ঋণের কিস্তি বাবদ প্রায় ৩৫০০ হাজার টাকা খরচ করেছে। গত আর্থিক বছরে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে কম / বেশি বারো হাজার টাকা। মধ্যবিত্ত বলতে সেই পরিবারগুলি যাদের বার্ষিক আয় ছয় লক্ষ টাকা বা তার কম। তারা ঋণের জালে পড়ছে। টিভি, ফ্রিজ, গাড়ি, বাসাবাড়ি এমনকি মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছুই ইএমআইতে রয়েছে। তাদের আয়ের বেশিরভাগই ইএমআই পরিশোধে ব্যয় হচ্ছে। ঠিক কতটা? যদি হিসাব করা হয়, তাহলে দেখব বেতনের প্রায় তিরিশ থেকে সত্তর শতাংশ যাচ্ছে ইএমআই-এর পেছনে। বিশেষ করে ফ্ল্যাট ইএমআইয়ের ক্ষেত্রে। ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ এবং আরও অনেক কিছুর পাশাপাশি। ভারতের মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ কীভাবে ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন, তার একটি চিত্র উঠে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে। আর সেই ছবিটা যথেষ্টই আশঙ্কার।

________

Latest news

Related news