Homeবিনোদনঅসুস্থ শাহরুখ? প্রশ্নবাণ ভক্তকুলের মনে

অসুস্থ শাহরুখ? প্রশ্নবাণ ভক্তকুলের মনে

হটাৎ এমন কি হল বাদশা কিং খান এর (Shah Rukh Khan)? সমাজ মাধ্যম এ হইচই তা নিয়ে। মুম্বইয়ের একটি হাসপাতালে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। প্রশ্ন সেখানেই!

১৬ জানুয়ারি, মানে কয়েকদিন আগে, বান্দ্রার এক হাসপাতালে ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ছিলেন শাহরুখ। খবর তো আর চাপা থাকে না – জানাজানি হওয়ার পরেই মঙ্গলবার বান্দ্রার হাসপাতালের বাইরে সুপারস্টারকে একপলক দেখার আশায় ফটোগ্রাফার এবং ভক্তদের বিশাল ভিড় হয়ে যায়। আজকাল ছবির বাইরে আর সেভাবে সকলের সামনে ধরা দেন না। জন জোয়ার এড়াতে আমন্ত্রণ থাকলেও অন্যপথে অনুষ্ঠানে হাজির হন তিনি।

সাধারণ মানুষ অর্থাৎ ভক্তদের এড়িয়ে গেলেও পাপারাৎজিদের চোখ ফাঁকি দেওয়া তাঁর পক্ষেও কঠিন। এবার তেমনই ঘটনার সাক্ষী হলেন তিনি।

ভক্ত বা পাপারাৎজিদের থেকে এড়িয়ে চলার জন্য হুডিতে মুখ লুকিয়ে, এমনকী তাঁকে কভার করার জন্য ছাতাও ছিল কিন্তু তারপরও হাসপাতাল থেকে বেরনোর সময় ক্যামেরাবন্দি হন শাহরুখ। প্রকাশিত হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে শাহরুখ একটি হুডি পরে এবং একটি ছাতার নীচে নিজেকে ঢেকে হাসপাতাল থেকে বেরোচ্ছেন। হঠাৎই উপচে পড়া ভিড় দেখে কিছুটা মেজাজ হারান এবং এক গার্ডেন হাত ঠেলে সরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। তিনি যে বিরক্ত, এটা তাঁর শরীরী ভঙ্গিতে বোঝা যায়।

সঙ্গে এই প্রশ্ন তো রয়েই যাচ্ছে, শাহরুখ কি তবে অসুস্থ? হঠাৎ এ ভাবে হাসপাতালে কেন তিনি? কি বা হয়েছে তাঁর? যদিও এ সবের উত্তর এখনও পাওয়া যায়নি। শাহরুখ কিংবা তাঁর ম্যানেজারের পক্ষ থেকেও এই প্রসঙ্গে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

করোনার পর থেকে কোনও ছবিতে তাঁকে দেখতে পাওয়া না গেলেও সম্প্রতি রিলিজ করা জওয়ান বা ডাঙ্কির মতো সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশ্বের ইতিহাসে তিনিই একমাত্র, যাঁর ছবি এক বছরে ২৬০০ কোটির বেশি আয় করেছে।

শোনা যাচ্ছে অভিনেতা ২০২৪ সালেও বেশ কিছু ছবিতে অভিনয় করবেন। তবে তিনি জানিয়েছেন সব ছবিই রিলিজ করবে আগামী বছরে। মেয়ে সুহানা খানের সঙ্গেও একটি ছবিতে তাঁকে প্রথমেই দেখা যাবে – যেটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এই সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান।

সঞ্জয় লীলা বানসালির সঙ্গেও নাকি একটি সিনেমার বিষয়ে কথা চলছে তাঁর। আবার বিশাল ভরদ্বাজের ছবিতে কাজ করতে চলেছেন শাহরুখ খান। সব মিলিয়ে বলিউড বাদশাহর আগামী প্রকল্পের ঘোষণার রিলিজ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

Latest news

Related news