Homeব্যাঙ্কিংLIC: ৫০ টাকা করে জমা দিয়ে পাবেন ৬.৫ লাখ টাকা। মহিলাদের জন্য...

LIC: ৫০ টাকা করে জমা দিয়ে পাবেন ৬.৫ লাখ টাকা। মহিলাদের জন্য LIC – র নতুন জীবন বীমা

পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করে

তারকেশ্বর TV: ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) সব ধরনের মানুষের জন্য বিভিন্ন বীমা পলিসি চালু করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই লক্ষ্যেই মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করেছে একটি বীমা পরিকল্পনা— “আধার শিলা যোজনা” (Aadhaar Shila Yojana)। মহিলারা সাধারণত বীমা কেনার ক্ষেত্রে পিছিয়ে থাকেন, তাই LIC তাদের কথা মাথায় রেখে এই বিশেষ জীবন বীমা পলিসি চালু করেছে। এটি মূলত একটি নন-লিঙ্কড এবং ব্যক্তিগত জীবন বীমা পলিসি।  যা ম্যাচুরিটি শেষে নির্দিষ্ট অর্থ প্রদান করে এবং পলিসিধারীর মৃত্যু হলে তার পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করে।

আধার শিলা যোজনার বৈশিষ্ট্য

এই পলিসির প্রধান বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র আধার কার্ডধারী মহিলাদের জন্য। ৮ বছর থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মহিলারা এই পলিসিতে আবেদন করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি একজন ২১ বছরের মেয়ে ২০ বছরের জন্য এই বীমা নেন, তাহলে তাকে বছরে ১৮,৯৭৬ টাকা প্রিমিয়াম দিতে হবে।

[আরও পড়ুন]: জরায়ুর ক্যানসার রোধে টিকাকরণে জোর রাজ্যে। বিয়ের আগেই ভ্যাক্সিন

[আরও পড়ুন]: শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে ঘাটতি হচ্ছে দুধের? সমাধান বাড়িতেই

২০ বছরে তার মোট জমা হবে ৩ লক্ষ ৮০ হাজার টাকা, আর ম্যাচুরিটির সময় তিনি প্রায় ৬ লক্ষ ৬২ হাজার টাকা পাবেন—যার মধ্যে ৫ লক্ষ টাকা মূল বিমা এবং ১,৬২,৫০০ টাকা আনুগত্য হিসেবে যোগ হবে।

১১০ শতাংশ গ্যারান্টি

পলিসিধারীর মৃত্যু হলে তার পরিবারকে বিমাকৃত অর্থ দেওয়া হয়। যা তার বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ অথবা বিমাকৃত অর্থের ১১০ শতাংশ। ম্যাচুরিটির সময় চাইলে পলিসিধারক প্রতি বছর কিস্তিতে এই অর্থ পেতে পারেন। এটি পরিবারকে একটি স্থায়ী আয়ের উৎস হিসেবে সহায়তা করে। যদিও এখানে দেওয়া প্রিমিয়াম এবং ম্যাচুরিটির হিসাব সাধারণ, কিন্তু এগুলো কিছুটা ভিন্নও হতে পারে। তাই যারা এই পলিসি নিতে আগ্রহী, তাদের LIC অফিসে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন