তারকেশ্বর TV: আপনার পাঞ্জাব ন্যাশনাল (Punjab National Bank) ব্যাংকে অ্যাকাউন্ট আছে? যদি তাই হয়, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। লক্ষ লক্ষ গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে পিএনবি (PNB)। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হতে পারে, তা স্পষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: কথা নয় শুধু গুন গুন করলেই হবে। গান খুঁজে দেবে ইউটিউব? আজব ব্যপার…
পিএনবি (PNB) গত 3 বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে এবং কোনও ব্যালেন্স নেই এমন সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেবলমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিই বন্ধ করে দিচ্ছে যেগুলির কোনও ব্যালেন্স নেই এবং গত তিন বছরে কোনও লেনদেন হয়নি।
আরও পড়ুন: বাজ পড়ে পুড়ে যেতে পারে ল্যাপটপ, মোবাইল, এসি। কিভাবে সুরক্ষিত রাখবেন জানুন।
ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে। এর জন্য কাট-অফ তারিখ 30 এপ্রিল, 2024। অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত তিন বছর হিসেবে অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে এবং কোনো লেনদেন না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 2024 সালের 1 জুন থেকে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: শিয়ালদহ শাখায় ঘুরপথে চলবে তিন এক্সপ্রেস। রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন
গোটা দেশে পিএনবি (PNB)-র প্রায় 18 কোটি গ্রাহক রয়েছে। দেশে 12 হাজার 250 টির বেশি শাখা এবং 13 হাজারের বেশি এটিএম রয়েছে।
ব্যাঙ্কিং পরিষেবার নিরাপত্তা বাড়াতে এবং ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনা রুখতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদি আপনার পিএনবিতে (PNB) একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকে তবে 31 শে মে-র মধ্যে কেওয়াইসি করে আপনি আপনার অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে সক্ষম হবেন।
________