Homeকলকাতাশিয়ালদহ শাখায় ঘুরপথে চলবে তিন এক্সপ্রেস। রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ শাখায় ঘুরপথে চলবে তিন এক্সপ্রেস। রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ শাখায় আবার যান চলাচল ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়

তারকেশ্বর TV: শিয়ালদহ শাখায় আবার যান চলাচল ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। পরিবর্তে এই রুটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে। দমদম-ডানকুনি লাইনে সেতু রক্ষণাবেক্ষণের জন্য শনি ও রবিবার ব্লকেজ থাকবে। মোট ৩০০ মিনিট ব্লক করা হবে। তাই আগামিকাল, রবিবার, ১২ মে, দু’টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়া আজ শনিবার তিনটি এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলাচল করবে।

আরও পড়ুন: কৌটোয় রাখা বিস্কুট একেবারে মিইয়ে গিয়েছে? মেনে চলুন এই টোটকা। থাকবে মুচ মুচে…

পূর্ব রেলের দমদম-ডানকুনি শাখায় একটি সেতুর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছিল। শিয়ালদহ শাখার দমদম-ডানকুনি সেকশনে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আজ, শনিবার ১১ মে, রাত ১১টা ১৫ মিনিট থেকে আগামী কাল, রবিবার ১২ মে ভোর ৪টে ১৫ মিনিট পর্যন্ত মোট ৩০০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই জন্য আগামী কাল ভোরের দুটি ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন দুটির নম্বর – ৩২২১১ (শিয়ালদহ থেকে) এবং ৩২২১২ (ডানকুনি থেকে)।

আরও পড়ুন: বজ্রপাতের সময় ‘স্নান করা’, ‘বাসন মাজা’ মৃত্যুর কারণ হতে পারে

ঘোষণা করা হয়েছে, আজ শনিবার, ১১ মে মোট তিনটি এক্সপ্রেস ট্রেন চলবে। ১২৯৮৭ শিয়ালদহ-আজমেঢ় সুপারফাস্ট এক্সপ্রেস ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসও ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩১৮৭ শিয়ালদহ-জয়নগর এক্সপ্রেসও ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেলওয়েও।

আরও পড়ুন: সবচেয়ে ঠান্ডা হওয়া প্রদানকারী ফ্যান

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। এ কারণে সকালে একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। ফলে যাত্রীসেবা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও রেলওয়ের আধুনিকায়নের জন্য এ কাজ অত্যন্ত জরুরি। কাজ শেষ হলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। এজন্য সাপ্তাহিক ছুটির দিনে একটি সংক্ষিপ্ত অবরোধ থাকবে।

আরও পড়ুন: IPL ম্যাচ মরশুমে স্মার্ট টিভিতে Jio Cinema আটকাচ্ছে? সমাধান দিলাম আমরা

গত মাসে ৪৮০ ঘণ্টার জন্য দমদম রুট অবরোধ করে রেলওয়ে। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৫ নম্বর প্ল্যাটফর্মে চলাচলের জন্য নির্ধারিত বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। বাতিল করা হয় মোট ২৪টি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেন নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রা শেষ করে। যাত্রার মাঝখান থেকে কিছু ট্রেন গন্তব্যের দিকে দিক পরিবর্তন করে।

আরও পড়ুন: আপনার 4G ফোনেও কি কাজ করবে 5G সিম?

এর আগে ১৬ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ বিকেল ৪টা পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ইন্টারলকিং কাজের জন্য মোট ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়। মোট ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হয়। ৪৬টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। রেল পরিষেবা জানিয়েছিল যে দমদম স্টেশনে প্রায় ৫২ ঘন্টা কাজ চলবে। একটি আধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ করা হচ্ছে।

________

Latest news

Related news