Homeবিগ ব্রেকিংRG Kar: "অন্ধ দেবী, জানিও বিচার, চোখের কাপড় লাগবে নাকি.."। লিখলেন তিলোত্তমার...

RG Kar: “অন্ধ দেবী, জানিও বিচার, চোখের কাপড় লাগবে নাকি..”। লিখলেন তিলোত্তমার বিশেষ বন্ধু

এত তাড়াহুড়ো করে তাঁর দেহ দাহ করা হল

কলকাতা: গত ৯ আগস্ট নির্যাতিতার মরদেহ উদ্ধারের পর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। চিকিৎসক পাত্রের সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। বর্তমানে তার স্মৃতি আঁকড়েই কাটছে তার দিন। ঘটনার দিন কেন এত তাড়াহুড়ো করে তাঁর দেহ দাহ করা হল, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

[আরও পড়ুন]: এসবিআই এবার সোনা ছাড়াও এই বিশেষ ধাতু নিয়ে নতুন স্কিম চালু করল

দুর্গাপূজা এগিয়ে আসছে, তিলোত্তমার ঘনিষ্ঠ বন্ধু তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন। এই উৎসবের আর মাত্র এক মাস বাকি। অনেক আয়োজক সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বছর সরকারী অনুদান গ্রহণ করবে না। বেশ কয়েকটি প্যান্ডেল আরও মৃদু উদযাপনের পথ বেছে নিচ্ছে। ন্যায়বিচারের খোঁজে প্রতি রাত জেগে থাকে গোটা শহর। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক মাস হয়ে গেল। এক মাস এক দিন। আমি আপনাদের অনুরোধ করব উৎসবে ফিরে আসুন, পূজায় ফিরে আসুন।

[আরও পড়ুন]: ক্রেডিট কার্ডে আর পাবেন না এই সুবিধা, কিছু কেনার আগে জেনে রাখুন

যখন জিজ্ঞাসা করা হয়, “আপনি কি উৎসবে ফিরে আসবেন?” তিলোত্তমার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, তিলোত্তমার বিচার চেয়ে তিনি তাঁর জন্য একটি কবিতা লিখেছেন। সেই কবিতায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বার তিনি উৎসবে থাকছেন না।

[আরও পড়ুন]: সঞ্চয় কমেছে ভারতবাসীর। ঋণের ফাঁদে আটকে যাচ্ছেন, যথেষ্টই আশঙ্কার।

তিনি লিখেছেন, “আগমনীর বার্তা কাদের, লাশকাটা ওই গহ্বরে / তিলোত্তমার বিচার চেয়ে, তিলোত্তমার শহরে / তোমার চোখে রক্ত ছিল, স্বপ্ন কিছু বাকি / অন্ধ দেবী, জানিও বিচার, চোখের কাপড় লাগবে নাকি / ভীষণ রাগে আমার শহর, বলছে যে.. আর পারছি না / আমার দুর্গা চাইছে বিচার, উৎসবে আর ফিরছি না”।

________

এই মুহূর্তে

আরও পড়ুন