Homeবিনোদনহাসপাতালে ভর্তি কবির সুমন..চিন্তায় ভক্তকূল

হাসপাতালে ভর্তি কবির সুমন..চিন্তায় ভক্তকূল

চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্যর মেডিক্যাল বোর্ড গঠন

তারকেশ্বর TV: সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্য়ার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্য (পালমনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সিসিইউ স্পেশালিস্ট, জেনারেল মেডিসিন)-র মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমনাথ দে (সিসিইউ স্পেশালিস্ট)-র অধীনে চিকিসাধীন রয়েছেন তিনি।

Latest news

Related news