Homeলাইফ-স্টাইলRubella Virus: শিশুদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ

Rubella Virus: শিশুদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ

শিশুদের মধ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে

তারকেশ্বর TV: তীব্র গরমের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বাসিন্দাদের। একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই রুবেলা ভাইরাস (Rubella Virus) নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশুদের মধ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ওড়িশার নবরংপুরপুর জেলায় রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই শিশু। আক্রান্ত দুই শিশুর নাম তৃপ্তি মাঝি (২) ও কপিলাশ মাঝি (৫)। তাঁদের বাড়ি নন্দহান্ডি ব্লকের পাদালগুড়া গ্রামে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ১৮ জন রোগীর জ্বর ও কাশির উপসর্গ রয়েছে। প্রাথমিকভাবে স্ক্রাব টাইফাস ও লেপটোস্পাইরোসিস হয়েছে বলে সন্দেহ করা হলেও নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এরপর জেলা স্বাস্থ্য অফিসের একটি বিশেষ দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই এলাকার পাঁচজনের নমুনা সংগ্রহ করে।

পরে সেই নমুনা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে (ICMR) পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর দেখা যায়, প্রতি পাঁচজনের মধ্যে দুজন রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত দুই শিশুর অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্য আধিকারিকরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

রুবেলা প্রাথমিকভাবে একটি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়, যা সহজেই একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। যদি কোনও সংক্রামিত ব্যক্তি কাশি বা হাঁচি দেয় তবে এটি সংক্রমণ হতে পারে। এটি নাক এবং গলা থেকে বেরোনো শ্লেষ্মার মাধ্যমেও ছড়িয়ে যেতে পারে। একই সঙ্গে রুবেলা গর্ভবতী নারীদের রক্ত প্রবাহের মাধ্যমে শিশুর শরীরের ক্ষতি করতে পারে।

নবরংপুরের সিডিএমও মলয় ত্রিপাঠী জানিয়েছেন, নমুনা পরীক্ষার পর তেঁতুলুখুন্তি ও নন্দহান্ডি এলাকায় শিশুদের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তবে শিশুদের মধ্যে এটি খুব মারাত্মক নয়। এটি গর্ভবতী মহিলাদের জন্য একটি উচ্চ ঝুঁকি তৈরি করে। ফলে শিশুর শরীরে রুবেলা সিনড্রোম, হৃদরোগ, ছানি এবং মানসিক প্রতিবন্ধকতার মতো জন্মগত ত্রুটি লক্ষ্য করা যায়।

রুবেলের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে- চোখ লাল বা গোলাপী হওয়া, মাথা ও ঘাড়ে ব্যথা, কানের পিছন ফুলে যাওয়া, আঙুল, হাঁটু ও গোড়ালিতে ব্যথা, জ্বর, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, মাথাব্যথা, গলা ব্যথা, শরীরে কালশিটে, চোখ ও মুখ ফুলে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, মাংসপেশির ক্লান্তি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, দুর্বলতা।

________

Latest news

Related news