HomeদেশReckless driving: চালকের সিটে উদ্দাম নাচ। স্টিয়ারিং-এ হাত নেই মহিলার। বিপদজনক!

Reckless driving: চালকের সিটে উদ্দাম নাচ। স্টিয়ারিং-এ হাত নেই মহিলার। বিপদজনক!

এই ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়

তারকেশ্বর TV: এই ভিডিয়োটি সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী নাম টুইটার) পোস্ট করেন এক ব্যক্তি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখা হয়-

[আরও পড়ুন]: বিষধর সাপ তাড়া করলে কিভাবে রেহাই পাবেন। জানুন বিজ্ঞান আর ব্রেনের কাজ

[আরও পড়ুন]: বাদাম চাষ করে কীভাবে কোটিপতি হবেন? রইল টিপস

[আরও পড়ুন]: মাত্র ক্ষণিকের আয়ু নিয়ে জন্মায় যেসব প্রাণী। ২৪ ঘণ্টার ও কম হয় আয়ু

[আরও পড়ুন]: সইফ আলি খানের মা’কে সপাটে এক চড় মেরেছিলেন, প্রসেঞ্জিৎ চ্যাটার্জি?

“তিনি নিজে মারা যাবেন এবং সঙ্গে অন্যদের জীবনও ঝুঁকিতে ফেলছেন। দুর্ঘটনার এটাই কারণ!…এটা জাতীয় সড়ক ৯-র ছবি। যা গাজিয়াবাদ থেকে দিল্লি যাচ্ছে।” এই ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শীঘ্রই তা নজরে আসে উত্তরপ্রদেশ পুলিশের। এই ঘটনায় গাজিয়াবাদ পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ পুলিশ।

দেখুন ভিডিও –

________

এই মুহূর্তে

আরও পড়ুন