Homeবর্ধমানIndane bottling plant: গ্যাসের সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে

Indane bottling plant: গ্যাসের সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে

তারা ৫ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করেছেন

দূর্গাপুর: দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ইন্ডেন বটলিং প্লান্টের ৩৩ জন ট্রাকচালক ২০ দিন ধরে ধর্মঘট করছেন জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর দাবিতে। এই ধর্মঘটের কারণে দুর্গাপুজোর আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাক মালিকরা।

Search Special image

দুর্গাপুরের লেনিন সরণিতে অবস্থিত এই বটলিং প্লান্ট থেকে প্রতিদিন প্রায় ৫০ হাজার সিলিন্ডার সরবরাহ করা হয়। যেগুলি যায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও হুগলি জেলায়।

[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…

ট্রাক মালিক, প্রজেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০২৩ সালের ২৮ জুলাই একটি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতি ৩.৬৫ কিলোমিটার চলাচলের জন্য ১ লিটার ডিজেল বরাদ্দ করা হয়। তবে ৩৩ জন ট্রাকচালক দাবি করছেন, ৩.৫ কিলোমিটার পিছু ১ লিটার তেল বরাদ্দ করতে হবে। এই দাবিতে তারা ৫ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করেছেন এবং তাদের দাবিতে অনড় রয়েছেন।

[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?

আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, ধর্মঘটের ফলে সিলিন্ডারের সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। এর ফলে পুজোর সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গ্যাসের সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ট্রাক মালিকদের দাবি, আরও ২৫০টি গাড়ি চলছে এবং পরিস্থিতি সম্পূর্ণ অচল হয়নি।

[আরও পড়ুন]: মিঠুন চক্রবর্তীকে তার ছেলেরা বাবা বলে ডাকতে সংকোচ বোধ করে

ট্রাকচালকদের অভিযোগ, কম তেল পাওয়ার কারণে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং মাসে তিন-চারবার করে সমস্যায় পড়তে হচ্ছে। তারা জানিয়েছেন, তেলের বরাদ্দ না বাড়ালে তাদের পক্ষে ট্রাক চালানো সম্ভব নয়।

[আরও পড়ুন]: মাত্র তিন মিনিটেই ডিভোর্স হয়ে গেলো। সদ্য বিবাহিত নব দম্পতির

অন্যদিকে, আইএনটিটিইউসি নেতৃত্ব দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এবং ধর্মঘটকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

________

এই মুহূর্তে

আরও পড়ুন