Homeবর্ধমানDrug Racket: গ্রামের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। থানায় বিক্ষোভ মহিলাদের

Drug Racket: গ্রামের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। থানায় বিক্ষোভ মহিলাদের

গ্রামের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে

তারকেশ্বর TV: গ্রামে মাদক পাচার ব্যাপক। গ্রামের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকা বহিরাগতদের ভিড়ে ঠাসা। ফলে বাড়ছে চুরি-ডাকাতির ঘটনা। পুলিশকে বারবার ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া সত্ত্বেও কোনও অগ্রগতি হচ্ছে না। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে সালানপুর থানায় বিক্ষোভ দেখান ক্ষুদিকা গ্রামের কিছু নারী-পুরুষ। বিক্ষোভকারীদের দাবি, তারাই বেশ কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মাথার উপরে ঝাঁকরা চুলের মতো পাতা। এই গাছ নিয়ে নানা অজানা কথা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে ক্ষুদিকা গ্রামে একদল লোক মাদক ব্যবসা চালাচ্ছে। এ গ্রামে দিনরাত প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। মাদকের নেশায় ডুবে যাচ্ছে গ্রামের যুব সমাজ। ফলে ঘরে ঘরে অশান্তি ছড়াচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন আধিকারিকরা। মহিলারা বাড়ি ফিরে যান।

আরও পড়ুন: বিষাক্ত কেমিক্যাল বা ধোঁয়া নয়। সচেতন হন, মশা তাড়ান এই ভাবে

মহিলাদের অভিযোগ, রাতে বিক্ষোভ দেখানোর পরও পুলিশি অভিযানে নামেনি। বুধবার সকাল থেকে গ্রামের বিভিন্ন স্থানে মাদক বিক্রি শুরু হয়। সেগুলো কেনার জন্য বহিরাগতরা ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের কিছু লোক রেগে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা থানায় গিয়ে প্রতিবাদ জানায়। নিজেরাই সব জায়গায় গিয়ে বহিরাগতদের পুলিশের হাতে তুলে দেন।

আরও পড়ুন: এয়ার কন্ডিশনিং সিস্টেম ছাড়া আর কোন জিনিস আপনার বিল বাড়িয়ে দেয় জানেন?

বিক্ষভকারী বিক্রম বাউরির অভিযোগ, “সকাল থেকে রাত পর্যন্ত এই ব্যবসা চলে। কারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। ফলে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে”।

আরেক বাসিন্দা সুমন বাউড়ি বলেন, “ভোর থেকেই বহিরাগতরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের এ আচরণ গ্রামের পরিবেশের ক্ষতি করছে। মাদক কেনার টাকা জোগাড় করতে তাঁরা চুরি-ছিনতাই করছেন। মহিলারা একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন”।

আরও পড়ুন: বিকিনি পরে সোজা দিল্লির বাসে। দেখুন সেই ভিডিও

মাদক ব্যবসায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। তবেই মাদক কেনাবেচা বন্ধ করা যাবে। গ্রাম সুস্থ ও স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে।

পুলিশের দাবি, মঙ্গলবার রাত থেকে আশপাশে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন মাদকাসক্তকে আটক করা হয়েছে।

________

Latest news

Related news