Homeকলকাতাব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী! রোগের ঝুঁকি বেশি হয় কখন?

ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী! রোগের ঝুঁকি বেশি হয় কখন?

'শাস্ত্রী' ছবির শুটিংয়ের সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী

তারকেশ্বর TV: ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ের সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূল বিধায়ক অভিনেতা তাঁকে নিয়ে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

স্ট্রোক, যা ব্রেন অ্যাটাক হিসাবেও পরিচিত, তখন ঘটে যখন মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে ইস্কেমিক স্ট্রোক হয়। বিকল্পভাবে, হেমোরজিক স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে যায় এবং রক্তপাত হয়। উভয় ক্ষেত্রেই, মস্তিষ্কের অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়। প্রায়শই রোগীর জন্য প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্ট্রোকের নির্দিষ্ট ধরন সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

৭৩ বছর বয়সী মিঠুন। চিকিৎসক জানিয়েছেন, হার্টের সমস্যা, ডায়াবেটিস ও বয়সজনিত কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া, যদি পরিবারের কোনও সদস্য আগে এই অবস্থার দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তবে স্ট্রোকের ঝুঁকি আরও বেড়ে যায়। অতিরিক্তভাবে, কিছু দৈনন্দিন অভ্যাসও স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এই অভ্যাসগুলি সম্পর্কে সচেতন হওয়া গেলে ঝুঁকি অনেক কম হতে পারে।

অস্বাস্থ্যকর খাবার গ্রহণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ৮০ শতাংশ কমাতে পারে স্ট্রোকের ঝুঁকি। লবণ, চিনি এবং ফ্যাটযুক্ত উচ্চ খাবার গ্রহণ স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বিপদ ডেকে আনতে পারে। যে ব্যক্তিরা ইতিমধ্যে ঝুঁকিতে রয়েছেন তাদের ডিমের কুসুম এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ: ব্যায়ামের অভাব এবং পুরো দিন সারা দিন শুয়ে-বসে থাকা ডেকে আনে এই রোগ। জীবনযাত্রার অলসতা ওজন বৃদ্ধিতে অবদান রাখে, পেশী এবং হাড়ের শক্তি হ্রাস করে। বিপাকের হারকেও কমিয়ে দেয়।

ধূমপান ও মদ্যপান: ধূমপানের ফলে শরীরে অসংখ্য ক্ষতিকর পদার্থের প্রবেশ ঘটে, যার ফলে ক্ষতিকর প্রভাব পড়ে। এমনকি পরোক্ষ ধোঁয়ার সংস্পর্শে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। রক্তের অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, যার ফলে ফুসফুস এবং সংবহনতন্ত্র উভয়েরই ক্ষতি হয়। এছাড়াও, অনিয়ন্ত্রিত অ্যালকোহলের সেবন অতিরিক্ত রক্তচাপের একটি অন্যতম কারণ। এটি শিরা এবং ধমনীর নমনীয়তাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এটি স্ট্রোকের জন্য প্রাথমিক কারণ হিসাবে বলা যায়।

গত ডিসেম্বরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন ওস্তাদ রশিদ খান। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। অবশেষে ৯ জানুয়ারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

________

Latest news

Related news