HomeকলকাতাCall Centre: "Amazon বা Nykaa থেকে গিফট আছে" - এমনই বলে চিট...

Call Centre: “Amazon বা Nykaa থেকে গিফট আছে” – এমনই বলে চিট করা হত। নেতাজি নগরে রহস্য কি

তারকেশ্বর TV: বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লোভনীয় অফারের কথা বলা ফোন কল নতুন কিছু নয়। কলকাতা বা আশপাশের শহরগুলির অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। তবে, কোনটি আসল এবং কোনটি নকল তার মধ্যে পার্থক্য করা প্রায়শই কঠিন হতে পারে। এমনকি ফাঁদে পা দিলেও বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে। ঠিক যেমন কলকাতা শহরে চলছিল একটি কেলেঙ্কারি, জানিয়েছে পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর গোটা কেলেঙ্কারির চক্র ধরল কলকাতা পুলিশের সাইবার শাখা।

আরও পড়ুন: তোলার মেয়াদ বাড়াল EPFO। গ্রাহকদের জন্য দারুণ সুখবর

পরপর দুটি স্থানে অভিযান চালানো হয়। প্রথমটি ছিল শহরের নেতাজি নগরের বৈষ্ণবঘাটায়। ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে প্রথমে একটি কল সেন্টারে ৮ জন শ্রমিককে পাওয়া যায়। সাইবার শাখার তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই কল সেন্টার থেকে গিফট ভাউচার দেওয়ার কথাবার্তা চালানো হত।

আরও পড়ুন: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অন্য একটি কল সেন্টারের কথা জানতে পারে পুলিশ। দ্বিতীয় দলটি সেখানে গিয়ে ৩০ জন কর্মীর খোঁজ পায়। অভিযোগ, ওই কল সেন্টার থেকে টেলিকম টাওয়ার বসানোর জন্য ফোন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ফোন করে কথা বলা হত। তল্লাশির পর পুলিশ সবাইকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করছে। শহরের কল সেন্টারগুলিতে এই জাতীয় ঘটনা নতুন ঘটনা নয়।

________

Latest news

Related news