Homeগ্যাজেটiPhone: এবার পকেটে আইফোন থাকলে বোঝাই যাবে না। অ্যাপেল আনতে চলেছে স্লিম...

iPhone: এবার পকেটে আইফোন থাকলে বোঝাই যাবে না। অ্যাপেল আনতে চলেছে স্লিম ভার্সন

২০২৫ সালে সবচেয়ে পাতলা আইফোন মডেল বাজারে আনবে অ্যাপল (Apple)।

তারকেশ্বর TV: দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সবচেয়ে পাতলা আইফোন মডেল বাজারে আনবে অ্যাপল (Apple)। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিতে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। চেনেন?

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আসন্ন স্লিমার সংস্করণটি অ্যাপলের আইফোন প্রো ম্যাক্সের (iPhone Pro Max) তুলনায় বেশি দামের হবে বলে আশা করা হচ্ছে। এটি 2025 সালের সেপ্টেম্বরে আইফোন 17 এর পাশাপাশি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ঘর ভাঙছে সলমন খানের বোনের? কালো-মোটা বলে অপমান!

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্যালিফোর্নিয়ার কাপারটিনোতে অবস্থিত প্রতিষ্ঠান অ্যাপল বর্তমানে তাদের আসন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ডিজাইন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যা অভ্যন্তরীণভাবে ডি২৩ নামে পরিচিত। ধারণা করা হচ্ছে, এই ডিভাইসে অ্যাপলের নতুন প্রসেসর থাকতে পারে, যার নাম সম্ভবত এ১৯ (A19) থাকতে পারে।

চীনে অনার (Honor) এবং হুয়াওয়ে (Huawei ) এবং বিশ্বব্যাপী স্যামসাং ইলেকট্রনিক্সের (Samsung Electronics) সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যাপলের এই সিদ্ধান্তা।

আরও পড়ুন: প্রেম এবং বিশ্বাসভঙ্গের খেলা, মোহময়ী সোহিনীর দারুণ অভিনয়।

২০২৪ সালের প্রথম অর্থবর্ষে স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের আধিপত্য ছিল ২০.৮ শতাংশ, যেখানে অ্যাপল ১৭.৩ শতাংশ শেয়ার নিয়ে পিছিয়ে ছিল।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রি কমেছে ১০.৫ শতাংশ, মোট ৪৫.৯৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অ্যাপল আইফোন প্লাস (iPhone Plus) বন্ধ করতে এবং আরও সাশ্রয়ী মূল্যের আইফোন প্রবর্তন করতে চাইছে। এই স্লিম ফোনটি 2025 সালে আইফোন এসই (iPhone SE) এর উত্তরসূরি হবে।

আরও পড়ুন: রানির সঙ্গে প্রেম ভাঙ্গার পিছনে নাকি ছিলেন অভিষেকের মা, জয়া?

উল্লেখ্য, অ্যাপল এআই (AI) কম্পিউটিংয়ের জন্য একটি নতুন চিপ সমন্বিত তার নতুন আইপ্যাড প্রো (iPad Pro) প্রকাশ করার মাত্র কয়েক দিন পরে, স্লিম ফোন লঞ্চ হবার খবর ছড়িয়ে পড়ে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন