Homeগ্যাজেটXiaomi 14 Civi: স্মার্টফোনের বাজারে নতুন আলোড়ন। তোলপাড় করা প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি।

Xiaomi 14 Civi: স্মার্টফোনের বাজারে নতুন আলোড়ন। তোলপাড় করা প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি।

শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

তারকেশ্বর TV: শাওমি শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার দাবি, সেগমেন্টে এটাই হবে প্রথম ফোন যার ফ্লোটিং কার্ভড ডিসপ্লে থাকবে। ফোনটি 12 জুন, 2024 এ লঞ্চ হবে। কোম্পানির এই স্মার্টফোনটি CIVI 4 Pro এর একটি পুনরায় ব্র্যান্ডেড সংস্করণ হবে। গত বছর মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।

স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন সহ একটি 6.55-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনের ডিসপ্লেটি সম্ভবত 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সমর্থন করবে। এতে 3,000nits পিক ব্রাইটনেস সহ একটি ডিসপ্লেও থাকতে পারে। স্মার্টফোনটির ডিসপ্লে 2160Hz PWM ডিমিং এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাথে সুরক্ষা দেবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এস জেন 3 চিপসেট আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: HIV ধরা পরেছে রাখি সাওয়ান্তের? এমনই গুঞ্জন নেট পারায়

আরও পড়ুন: কেন আজও মুখোমুখি হন না ঐশ্বর্য-সলমন? কি ছিল বিচ্ছেদের কারণ?

Xiaomi 14 Civi কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের অংশ হবে এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকবে। ডিভাইসটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে, যেখানে Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra ফোনে লাইকা সুমিলাক্স (Leica Summilux) লেন্স থাকবে। রিয়ার ক্যামেরায় থাকবে 12 মেগাপিক্সেলের অমনিভিশন OV13B10 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যামেরা।

সেলফি তোলার জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই নতুন ফোনে 4,700mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। এটি প্রকাশিত হয়েছে যে Xiaomi 14 Civi স্মার্টফোনটি Android 14 ভিত্তিক Xiaomi HyperOS এ চলবে। নতুন ফোনের দাম সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে ঢুকছে বর্শা। জানিয়ে দিল আইএমডি (IMD)

আরও পড়ুন: রানির সঙ্গে প্রেম ভাঙ্গার পিছনে নাকি ছিলেন অভিষেকের মা, জয়া?

অন্যদিকে, পোকো এফ 6 এর বিক্রি 29 মে, 2024 থেকে শুরু হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) ফোনটি বিক্রি হচ্ছে। এই ফোনের 8GB এবং 256GB ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। আর 12 জিবি ও 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। অন্যদিকে 12 জিবি ও 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 33,999 টাকা।

ডিসকাউন্ট অফারে পোকো Poco F6 ফোনটি কেনা যাবে 25,999 টাকায়। ফোনটিতে 2000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে 2000 টাকার এক্সচেঞ্জ অফার। ফলে খুব কম দামে ফোন কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তবে এই অফার কতদিন চলবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

________

Latest news

Related news