Homeবর্ধমানপূর্ব বর্ধমানে রাম মন্দির আংটি

পূর্ব বর্ধমানে রাম মন্দির আংটি

বাজার তলানিতে ঠেকে যাওয়ার মুহূর্তেও কারো কারো কপাল খুলছে

তারকেশ্বর TV: সোনা-রুপোর যা দাম। কেনার কথা ভাবাই যায় না। এমনই সময় ত বটেই বিয়ের মরশুমেও বিক্রিবাট্টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ স্বর্ণ ব্যবসায়ীদের। বাজার তলানিতে ঠেকে যাওয়ার মুহূর্তেও কারো কারো কপাল খুলছে। সৌজন্যে রাম মন্দির (Ayodhya Ram Mandir) (Ram Lalla)। একদম রাম মন্দির এর মতো করে তৈরি করা সোনার আংটিই এখন পূর্ব বর্ধমানে ট্রেনডিং অলংকার। অনেক দাম দিতে হলেও কিনে নিচ্ছেন ক্রেতারা। বলছেন ব্যবসায়ীরা।

রামমন্দিরে রামলালার অভিষেক হতেই রামমন্দির নিয়ে উন্মাদনা তুঙ্গে। সামাজিক মাধ্যমে পোস্টের ছড়াছড়ি।

কেউ বিস্কুট দিয়ে গড়ছেন রামমন্দির, কেউ আবার চালে আঁকছেন মন্দিরের নক্সা। রাম  লালার অভিষেককে ঘিরে উন্মাদনার রেশ পড়েছে বাংলার বর্ধমান জেলাতেও।

রাম মন্দির উদ্বোধনের আবহে বর্ধমানের গহনা শিল্পী সুদীপ্ত দত্ত ঠিক করেন তিনি রামমন্দিরের আদলে আংটি বানাবেন। প্রায় ৪ দিনের পরিশ্রমে তিনি বানিয়েও ফেলেন সেই আংটি । দোকানে ডিসপ্লে করতেই চাহিদা তুঙ্গে। রামমন্দিরের আদলে তৈরি আংটির নাকি একের পর এক অর্ডার আসতে শুরু করেছে।

আংটিতে রামমন্দিরের নকশার খুব সূক্ষ বিষয়গুলিও ধরা পড়েছে ।

এরপর এই আংটি দোকানে ডিসপ্লে করতেই ক্রেতাদের মধ্য ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়।

একের পর এক অর্ডার আসতে শুরু করে। ইতিমধ্যেই সোনা ও রুপো মিলিয়ে প্রায় ডজন খানেক আংটি ও লকেটের অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী । অনেকে এখনও খোঁজ নিতে আসছেন। গত ১৫ দিন ধরে এই আংটি লকেট ডেলিভারি দেওয়ার জন্য ব্যস্ততা তুঙ্গে।

সুদীপ্ত দত্ত জানান, বর্তমান দাম অনুযায়ী ওজন ও আকার হিসাবে দামের তারতম্য হয়। তবে বর্তমান বাজার অনুযায়ীই ৩১ গ্রাম একটি সোনার আংটির দাম পরেছে মজুরিসহ প্রায় ২ লাখ টাকা।

________

Latest news

Related news