HomeBankingEPFO: তোলার মেয়াদ বাড়াল EPFO। গ্রাহকদের জন্য দারুণ সুখবর

EPFO: তোলার মেয়াদ বাড়াল EPFO। গ্রাহকদের জন্য দারুণ সুখবর

অগ্রিম টাকা তোলার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকারি সংস্থা

তারকেশ্বর TV: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র গ্রাহকদের জন্য সুখবর। প্রভিডেন্ট ফান্ড (PF) থেকে অটো ক্লেম সেটেলমেন্টের মাধ্যমে অগ্রিম টাকা তোলার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকারি সংস্থা। বাড়ি নির্মাণ, বিয়ে, অসুস্থতা এবং শিক্ষার জন্য অটো ক্লেমের মাধ্যমে এই তহবিল থেকে অর্থ উত্তোলন করা যেতে পারে। এর পরিমাণ দ্বিগুণ করেছে ইপিএফও।

আরও পড়ুন: ঝাল চিপস খেয়ে হার্ট অ্যাটাক। ১৪ তেই চলে গেল তরতাজা প্রাণ।

সোমবার, ১৩ মে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী লোকসভা নির্বাচনের চতুর্থ দিনে পিএফ প্রদানের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, অটো ক্লেম সেটেলমেন্টে টাকার পরিমাণ দ্বিগুণ করেছে ইপিএফও। আগে এই পদ্ধতিতে ৫০ হাজার টাকা অগ্রিম দিতে পারতেন গ্রাহকরা। এখন সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখে।

আরও পড়ুন: ত্বকের ৫ সমস্যা এক সমাধান। অ্যালোভেরা

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ২০২০ সালের এপ্রিল থেকে গ্রাহকদের জন্য অটো ক্লেম সেটেলমেন্ট শুরু করেছে। এটি পিএফের অর্থ প্রত্যাহারের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার অনুমতি দেয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় সাড়ে চার কোটি গ্রাহকের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদন সফলভাবে নিষ্পত্তি করেছে EPFO। এর মধ্যে ৬০ শতাংশের বেশি গ্রাহক অগ্রিম অর্থ প্রদানের জন্য অনুরোধ করেছিলেন। পিএফ অ্যাকাউন্টধারীর সংখ্যা প্রায় ২.৮৪ কোটি।

আরও পড়ুন: মাথায় বাসা বেঁধেছে অ্যামিবা! দেখেই চিকিৎসকদের চক্ষু কপালে।

ইপিএফও সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ৮৯.৫২ লক্ষ গ্রাহক তাঁদের পিএফের অগ্রিম পেমেন্টের জন্য আবেদন করেছেন। তাদের আবেদনগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মোডের মাধ্যমে অনুমোদিত হয়েছে। ১৯৫২ সালের ইপিএফ স্কিমের ৬৮কে এবং ৬৮বি নিবন্ধের বিধান অনুসারে গ্রাহকরা শিক্ষা, বিবাহ এবং এমনকি বাড়ি নির্মাণের জন্য অগ্রিম অর্থ দাবি করতে পারেন। ইপিএফও আগের অর্থবছরে এই দাবিগুলি সফলভাবে প্রক্রিয়া করেছে।

আরও পড়ুন: নোকিয়ার এই ফোন আপনার পছন্দ হবেই হবে

অটো ক্লেম সেটেলমেন্ট ইপিএফও-র মাধ্যমে ২-৩ দিনের মধ্যে গ্রাহকের কাছে টাকা ট্রান্সফার করে। আবেদন করতে হলে কেওয়াইসি ও ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ অনলাইনেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন মঞ্জুর হয়ে গেলে ইপিএফও সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। আগে এই প্রক্রিয়ায় ১০ থেকে ১২ দিন লাগত।

যে গ্রাহকরা অগ্রিম অর্থ প্রদান করতে চান তারা যদি তাদের আবেদন ফেরত বা বাতিল হয়ে যায় তবে এর অর্থ এই নয় যে তারা অর্থ পাবেন না। সেক্ষেত্রে আবেদন দ্বিতীয় ধাপে যাবে। আবেদনটি ইপিএফ কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা করা হবে। অনুমোদন পেলে সেই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

________

Latest news

Related news