Homeগ্যাজেটনোকিয়ার এই ফোন আপনার পছন্দ হবেই হবে

নোকিয়ার এই ফোন আপনার পছন্দ হবেই হবে

আগের থেকে বেশি ফিচার্স নিয়ে আসতে চলেছে এই কি প্যাড ফোন

তারকেশ্বর TV: মানুষ এখনো নোকিয়া ফোন নিয়ে উচ্ছ্বসিত, যে কারণে এইচএমডি এখনো বিশ্ববাজারে নকিয়া ফিচার ফোন বিক্রি করছে। 2020 সালে, Nokia 225 লঞ্চ হয়েছিল। এবার শোনা যাচ্ছে ফোনটির নতুন সংস্করণ বাজারে আসছে। নোকিয়ার এই ফিচার ফোনটি শীঘ্রই ভারতেও লঞ্চ হবে। প্রতিষ্ঠানটি আশাবাদী নতুন সংস্করণটি সবার ভালো লাগবে। কারণ এতে বেশ কিছু স্মার্ট ফিচার থাকবে।

টেক রিপোর্ট বলছে, নোকিয়া 225 4G ফোনের 2024 ভার্সন লঞ্চ হতে চলেছে। এতে পাওয়া যাবে বক্সি ডিজাইন। ফোনের পিছন দিকে পাবেন সিঙ্গেল ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ। বেশ সাদামাটা ডিজাইনের সঙ্গে আসতে চলেছে এই ফিচার ফোন। যা ইউজারদের নিত্য ব্যবহারে কাজে আসতে পারে।

নোকিয়া 225 4G ফিচার্স

নোকিয়া ফোন বরাবরই টেকসই এবং মজবুত হয়। সেরকমই একটি হ্যান্ডসেট নোকিয়া 225 4G। আগের থেকে বেশি ফিচার্স নিয়ে আসতে চলেছে এই কি প্যাড ফোন। এতে পাওয়া যাবে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং পাতলা বেজেল, থাকবে কি প্যাডও। সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে এতে পাওয়া যাবে USB টাইপ সি চার্জিং পোর্ট।

নোকিয়া 225 4G ফোনে পাওয়া যাবে 64 এমবি ব়্যাম এবং 128 এমবি ইন্টার্নাল স্টোরেজ। কি প্যাড ফিচার ফোনগুলিতে সাধারণত এরকমই স্ট্যান্ডার্ড স্টোরেজ পাওয়া যায়। তবে যারা বেশি ছবি সেভ করতে চান তারা মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারেন। ফিচার ফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 1450mAH যা 2020 সালের ভার্সনের থেকে বেশি। একবার চার্জে অনেকদিন চলবে এই ফিচার ফোন।

________

Latest news

Related news