Homeবর্ধমানপূর্ব বর্ধমানের সেরা শীতকালীন মেলা- মুকুল ২০২৪

পূর্ব বর্ধমানের সেরা শীতকালীন মেলা- মুকুল ২০২৪

আঁটপাড়া নবীন সংঘের পরিচালনায় এই মুকুল মেলা ২৬ তম বর্ষে পা রাখল। মেলা শুরু আজ থেকে।

প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেল “আঁটপাড়া মুকুল মেলা”। আবার আনন্দ উচ্ছাসে মেতে উঠবে আপামর জন সাধারণ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত আঁটপাড়া ফুটবল ময়দান – আজ থেকে আলো আর আনন্দে একাকার।

আঁটপাড়া নবীন সংঘের পরিচালনায় এই মুকুল মেলা ২৬ তম বর্ষে পা রাখল। মেলা শুরু আজ থেকে অর্থাৎ ২৫শে জানুয়ারী ২০২৪ থেকে। এই আনন্দমেলা চলবে আগামী ৩১শে জানুয়ারী ২০২৪ পর্যন্ত।

৭ দিন ব্যাপী কৃষি-পুষ্প-শিল্প-বিজ্ঞান ও সংস্কৃতির এই মেলায় থাকছে নানান অনুষ্ঠান আর কৃষি প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, চিত্রাঙ্কণ, হস্তশিল্প এবং সূচি ও পশম শিল্প। যা দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে।

একঝলক দেখে নেওয়া যাক মুকুল মেলার অনুষ্ঠান সূচী –

২৫শে জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার (১০ই মাঘ)

  • বিকাল ৩টায় শুভ উদ্বোধন উদ্বোধনী সংগীতে- শ্রী বিজন কুমার গঙ্গোপাধ্যায় ও বিরজা সংগীতায়নের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
  • বিকাল ৪টা ৩০ মিঃ ক্যুইজ প্রতিযোগিতা (সর্বসাধারণের জন্য)
  • সন্ধ্যা ৬.৩০ মিনিটে – বিচিত্রানুষ্ঠান পরিবেশনায়- মিউজিক ওয়ার্ল্ড অর্কেষ্ট্রা হরিপাল

২৬ শে জানুয়ারী ২০২৪ শুক্রবার (১১ই মাঘ)

  • সকাল ৭.৩০ মিনিটে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন।
  • দুপুর ২ টায় যে যেমন খুশি আঁকো
    • বিভাগ ক – তৃতীয় শ্রেণী পর্যন্ত।
    • বিভাগ খ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত।
    • বিভাগ গ – নবম শ্রেণী পর্যন্ত।
    • বিভাগ ঘ – সর্বসাধারণ।
  • বিকাল ৩.৩০ মিনিটে মিউজিক্যাল চেয়ার ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য।
  • বিকাল ৪.৩০ মিনিটে ক্যুইজ প্রতিযেগিতা (যেকোন প্রাথমিক বিদ্যালয়ের ২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করবে)
  • সন্ধ্যা ৫.৩০ মিনিটে সঙ্গীতানুষ্টান ‘ও আমার দেশের মাটি’ পরিবেশনায় দশঘরা শিক্ষা নিকেতন।
  • রাত্রি ৭ টায় “ড্যান্স হাঙ্গামা” পরিবেশনায় ফায়ার ড্যান্স ট্রুপ- বাঁকুড়া।

২৭শে জানুয়ারী ২০২৪ শনিবার (১২ই মাঘ)

  • দুপুর ২ টায় মিউজিক্যাল চেয়ার (সর্বসাধারণ)
    • বিভাগ ক পুরুষ, বিভাগ খ মহিলা
  • বিকাল ৩টায় ক্যুইজ প্রতিযোগিতা
    • বিভাগ ক – দশম শ্রেণী পর্যন্ত (যে কোন বিদ্যালয়ের ২জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করবে)
    • বিভাগ খ – দ্বাদশ শ্রেণী পর্যন্ত (যে কোন বিদ্যালয়ের ২জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করবে)
  • সন্ধ্যা ৬.৩০ – বিচিত্রানুষ্ঠান – স্বার্থক মিউজিক্যাল গ্রুপ (আরামবাগ)

২৮শে জানুয়ারী ২০২৪ রবিবার (১৩ই মাঘ)

  • দুপুর ২টায় – সংগীত প্রতিযোগিতা।
    • বিভাগ-ক: ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যে কোন ছড়ার গান।
    • বিভাগ-খ: পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত (যে কোন নজরুলগীতি)।
    • বিভাগ-গ: সপ্তম শ্রেণী থেকে সর্বসাধারণ, যে কোন রবীন্দ্রসঙ্গীত।
    • বিভাগ-ঘ: দশম শ্রেণী থেকে সর্বসাধারণ, যে কোন বাংলা গান, (ছড়ার গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি ব্যাতিত)।
  • রাত্রি ৭টায় ‘নৃত্যানুষ্ঠান’ পরিবেশনায়- “দীপাঞ্জনা নৃত্যালয়” পরিচালনায় – দীপাঞ্জনা দেব (বিশ্বভারতী/শান্তিনিকেতনের ছাত্রী)

২৯শে জানুয়ারী ২০২৪ সোমবার (১৪ই মাঘ)

  • বেলা ১০ টায় – ‘বিনা ব্যয়ে অস্থি রোগের চিকিৎসা শিবির’ ডাঃ মিলন দাস ( Ortho)
  • বেলা ১১ টায় ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ পরিচালনায় – বর্ধমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল সৌজন্যে – আঁটপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ।
  • দুপুর ২.৩০ মিনিটে নৃত্য প্রতিযোগিতা।
    • বিভাগ-ক: ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যে কোন রবীন্দ্র অথবা নজরুল গীতি সহযোগে।
    • বিভাগ-খ: চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোন লোকগীতি সহযোগে।
    • বিভাগ-গ: সপ্তম শ্রেণী থেকে সর্বসাধারণ যে কোন বাংলা গান সহযোগে।
  • সন্ধ্যা ৬.৩০ মিনিটে – ‘বিচিত্রানুষ্ঠান’ পরিবেশনায় – স্বপ্ন মিউজিক্যাল ট্রুপ, পুরশুড়া, হুগলী

৩০শে জানুয়ারী ২০২৪ মঙ্গলবার (১৫ই মাঘ)

  • সকাল ৯টা থেকে ১১টা – ‘বিনা ব্যয়ে রক্তের সুগার ও কিডনি পরীক্ষা শিবির’ পরিচালনায় ‘স্মার্ট হেলথ্ কেয়ার’, দশঘরা, হুগলী।
  • দুপুর ২টায় – কবিতা আবৃত্তি প্রতিযোগিতা যে কোন কবিতা (সময় সর্বাধিক ৩ মিনিট)
    • বিভাগ-ক: পঞ্চম শ্রেণী পর্যন্ত।
    • বিভাগ-খ: ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত।
    • বিভাগ-গ: দশম শ্রেণী থেকে সর্বসাধারণ।
  • সন্ধ্যা ৫.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান পরিবেশনায় সুন্দরম ড্যান্স এ্যাকাডেমী, ধনিয়াখালী, হুগলী।
  • রাত্রি ৭.৩০মিনিটে – বরণীয় বাঙ্গালী শিল্পীদের স্মরণীয় ‘সঙ্গীত সন্ধ্যা’, পরিচালনায় ব্রজ কিশোর ব্যানার্জী।

৩১শে জানুয়ারী বুধবার ২০২৪ (১৬ই মাঘ)

  • দুপুর ২.৩০মিঃ ‘যে যেমন খুশি সাজো’
    • (ক) এক অথবা দুই জন, (খ) প্রতি দলে কমপক্ষে তিনজন।
  • বিকাল ৪টায় – পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এলাকার স্কুলগুলিতে ২০২৩-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যাঁরা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাঁদের সম্বোর্ধনা।
  • সন্ধ্যা ৬.৩০ মিনিটে যাত্রানুষ্ঠান কলকাতার সুবিখ্যাত নবমন অপেরা পরিবেশিত “সিঁথির সিঁন্দুরে নকল বৌ”। শ্রেষ্ঠাংশে- তিতলী (দুরদর্শনের সিরিয়ালখ্যাত)।

________

এই মুহূর্তে

আরও পড়ুন