HomeদেশBSNL Tariff Plan: রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর বদলে কমিয়ে দিল! BSNL

BSNL Tariff Plan: রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর বদলে কমিয়ে দিল! BSNL

খরচ বাড়ানোর যে জল্পনা চলছিল সেই জল্পনা অবশেষে সত্যি হল

তারকেশ্বর TV: গত কয়েক মাসে মোবাইলের খরচ বাড়ানোর যে জল্পনা চলছিল সেই জল্পনা অবশেষে সত্যি হল। গত শুক্রবার, দেশের তিনটি বেসরকারী টেলিকম সংস্থা, জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) তাদের ট্যারিফ প্ল্যান বাড়ানোর ঘোষণা করেছে। তবে এই তিনটি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যান বাড়ানো সত্ত্বেও বিএসএনএল (BSNL) উল্টো পথে হাঁটল। BSNL এবার তাদের গ্রাহকদের আরও অফার দেওয়ার কথা ঘোষণা করেছে।

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের ট্যারিফ প্ল্যান বাড়ানোর ঘোষণা করেছে, যার অর্থ গ্রাহকদের জন্য মোবাইল খরচ এখন 11 থেকে 25 শতাংশ বৃদ্ধি পাবে। বিভিন্ন টেলিকম সংস্থার বিভিন্ন প্ল্যানের উপর ভিত্তি করে খরচের পার্থক্য রয়েছে। আগামী মাসের 3 জুলাই থেকে মোবাইলের সব খরচ বাড়তে চলেছে।

[আরও পড়ুন]: Electric Scooter Price ইলেকট্রিক স্কুটির দাম কমতে পারে। ভর্তুকি নিয়ে ঘোষণার সম্ভাবনা বাজেটে

[আরও পড়ুন]: শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে ঘাটতি হচ্ছে দুধের? সমাধান বাড়িতেই

আপনি যদি টেলিকম সংস্থা BSNL অফারটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে অন্য কোনও টেলিকম সংস্থা এই জাতীয় রিচার্জ প্ল্যান অফার করে না। আবার যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছে, তখন সেই রিচার্জ প্ল্যানের সঙ্গে বাড়তি সুবিধা দিতে শুরু করেছে BSNL।

[আরও পড়ুন]: Nexon EV: গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে মাত্র ১ লাখেই!

BSNL এর রিচার্জ প্ল্যানের মূল্য 666 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা 105 দিনের ভ্যালিডিটি পান। হিসাব অনুযায়ী মোট সাড়ে তিন মাসের মেয়াদ পাওয়া যাবে। অন্য কোনও টেলিকম সংস্থা এই দামে এমন অফার দেয় না। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল, ইন্টারনেট, এসএমএস এবং অন্যান্য বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

[আরও পড়ুন]: ব্যায়াম না করলেও হুড়মুড়িয়ে কমবে শরীরের চর্বি। পাতে রাখুন এই রুটি

গ্রাহকরা 666 টাকার প্ল্যানে রিচার্জ করলে প্রতিদিন আনলিমিটেড কল এবং ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। যার ভ্যালিডিটি ১০৫ দিন। এছাড়াও, গ্রাহকরা প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস (SMS) পাবেন। অফার হিসাবে, এই রিচার্জ প্ল্যানের সাথে, গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে 3 জিবি হাই-স্পিড ডেটা পাচ্ছেন। এছাড়া BSNL টিউন থেকে শুরু করে আরও নানা সুবিধা দিচ্ছে BSNL। রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL এই সমস্ত অফার দিচ্ছে মাত্র 666 টাকায়, যা অন্য কোনও টেলিকম সংস্থা দেয় না।

________

Latest news

Related news