Homeবর্ধমানদামোদর নদীর কাঠের ব্রীজ থেকে সোজা নিচে পরে গেল গাড়ি।

দামোদর নদীর কাঠের ব্রীজ থেকে সোজা নিচে পরে গেল গাড়ি।

ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমান জেলার অমরপুরে।

তারকেশ্বর TV: তারকেশ্বর এর অদূরে দামোদরের ব্রীজ থেকে পরে গেল গাড়ি। গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমান জেলার অমরপুরে।

সুত্র মারফত জানা গেছে, স্থানীয় (মুইদিপুর) এক ব্যক্তি গাড়ি নিয়ে ব্রীজের উপর দিয়ে যাবার সময় গাড়ি সমেত নিচে পরে যান। “ব্রীজ টি কাঠের নির্মিত ছিল আর রক্ষণাবেক্ষণ এর অভাবে সেটি প্রায় অব্যবহার যোগ্য। তবুও প্রশাসনের নজর নেই” – দাবি এলাকা বাসীদের।

দামোদর এবং মুন্ডেশরী নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত মুইদিপুর, উজিরপুর, রেশলাতপুর, অমরপুর, শিয়ালি, মাঠশিয়ালি এবং কোড়া গ্রাম। এই গ্রামে গুলির  বাসিন্দাদের নদী পারাপারের একমাত্র ব্রীজ – অমরপুর কাঠের ব্রীজ। যার উপর দিয়ে ভারী গাড়ি চলাচল করতে পারে – সেটাও মেরামতহীন। আর সেই মেরামত হীনতই আজকের দুর্ঘটনার কারণ।

স্থানীয় মানুষদের থেকে জানা যায় এই ব্রীজটি অস্থায়ী। বর্ষাকাল বা নদীর জলস্তর একটু বৃদ্ধি পেলেই ব্রীজটিকে খুলে ফেলা হয়। যোগাযোগহীন হয়ে পরে উপরিল্লিখিত গ্রামগুলি। সে সময় চলে নৌকা। নৌকা থেকে জলে পরে যাওয়ার মত ঘটনা তো  নৃত্যদিনের। মানুষের অনেক অসুবিধা সত্বেও নজর নেই প্রশাসনের।

একটা পাকা ব্রীজের আশায় এলাকার মানুষজন। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি আসে, রাখা হয়না প্রতিশ্রুতি, কবে হবে একটা ব্রীজ? নিরব প্রশাসন।

_______

Latest news

Related news