Homeবর্ধমানমাধ্যমিক পরীক্ষায় মোবাইল দেখে ‘টুকতে’ গিয়ে ধরা পড়ল এক ছাত্রী

মাধ্যমিক পরীক্ষায় মোবাইল দেখে ‘টুকতে’ গিয়ে ধরা পড়ল এক ছাত্রী

স্কুলের শিক্ষকরা ব্যাপারটি লক্ষ্য করেন

তারকেশ্বর TV: মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে মোবাইল ফোন ব্যবহার করায় এক পরীক্ষার্থী পরীক্ষকের হাতে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি নিয়ামতপুর এলাকায়, একটি গার্লস হাইস্কুলে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ হাতেনাতে ধরা পড়ে ওই পড়ুয়া। স্কুলের শিক্ষকরা ব্যাপারটি লক্ষ্য করেন। উল্লেখ্য, কুলটির নিয়ামতপুরের একটি স্কুলে পড়ে ওই ছাত্রী।

সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পরীক্ষা শুরুর ঠিক পর মুহূর্তেই কেন্দ্র পরিদর্শকরা লক্ষ্য করেন শিক্ষার্থীর মোবাইল লেখার ঘটনাটা। তাৎক্ষণিকভাবে তার উত্তরপত্র ও মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর বিষয়টি মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানানো হয়।

বোর্ডের নির্দেশের পর ওই শিক্ষার্থীকে ‘রিপোর্টেড এগেনস্ট’ বা ‘আর এ’ করা হয়। শিক্ষার্থীর ইতিহাস পরীক্ষা ও আসন্ন সব পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যেখানে আরও বলা হয়েছে, ওই ছাত্রী এ বছর আর কোনও পরীক্ষা দিতে পারবে না।

এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় জানান, এই ঘটনার জন্য দায়ী কুলটির নিয়ামতপুরের এক ছাত্রী।

সোমবার কুলটি গার্লস হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পরিদর্শকরা লক্ষ্য করেন যে ছাত্রীটি তার উত্তর লেখার জন্য তার মোবাইল ফোন ব্যবহার করছে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং তার মোবাইল ফোন, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র কেড়ে নেওয়া হয়।

ঘটনাটি মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানানো হলে তারা ওই ছাত্রকে ‘আর এ’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ওই শিক্ষার্থী এ বছর আর কোনো পরীক্ষা দিতে পারবে না।

________

Latest news

Related news