Homeকলকাতাআগামী দু’দিনে রাজ্যেজুড়ে বৃষ্টিপাত

আগামী দু’দিনে রাজ্যেজুড়ে বৃষ্টিপাত

রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেল আরও কিছুটা

চৈত্র শেষ হতে না হতেই দাপট দেখাতে শুরু করেছে গরম। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেল আরও কিছুটা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন দিনে শহরের তাপমাত্রা আরও দু’তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার আকাশ মেঘলা থাকবে বলেও আবহবিদরা জানিয়েছেন।

আগামী দু’দিনে রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথাও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি এ-ও জানিয়েছে, বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না। আবহবিদেরা জানিয়েছেন, শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। তবে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না। সোমবার থেকে আবার গরম বৃদ্ধি পেতে শুরু করবে রাজ্যে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও হাওয়া অফিস সূত্রে খবর।

________

Latest news

Related news