তারকেশ্বর TV: ৩০ জুনের পর একাধিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের সতর্ক করেছে পিএনবি (PNB)। আপনার কি পিএনবিতে অ্যাকাউন্ট আছে? জেনে নিন কেন অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে।
[আরও পড়ুন]: দিঘায় এবার ক্রুজ। নতুন আকর্ষণ বর্ষাকালেই। সিট সংখ্যা ৮০
[আরও পড়ুন]: ব্যায়াম না করলেও হুড়মুড়িয়ে কমবে শরীরের চর্বি। পাতে রাখুন এই রুটি
[আরও পড়ুন]: অলকা ইয়াগনিক অসুস্থ। বিরল রোগে আক্রান্ত তিনি।
মূলত, যে সমস্ত গ্রাহকরা গত তিন বছর ধরে তাদের অ্যাকাউন্টে (Bank Account) কোনও লেনদেন (Transaction) করেননি, তাদের অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহকদের জন্য এই বিষয়ে একটি সতর্কতাও জারি করেছে ব্যাঙ্ক।
[আরও পড়ুন]: বল তুই আমাকে ভালবাসিস। বলেই ছেলেটির মাথাটা দিল ঠুকে!
[আরও পড়ুন]: ঝড়ে ছাতা উল্টে যায়? এই ছাতা গুলো দারুণ মজবুত। জানতেন?
[আরও পড়ুন]: বাজ পড়ে পুড়ে যেতে পারে ল্যাপটপ, মোবাইল, এসি। কিভাবে সুরক্ষিত রাখবেন জানুন
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে জিরো (o) ব্যালান্স থাকবে এবং গত তিন বছরে (3 Years) কোনও লেনদেন হয়নি। আগামী ৩০ জুন এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি তারা তাদের অ্যাকাউন্টগুলি বন্ধ করতে না চায় তবে তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি লেনদেন করতে হবে।
________