তারকেশ্বর TV: শ্রাবণ মাস এসে গেছে। আর এই উপলক্ষে তারকেশ্বরে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিশেষ করে সোমবার ও ছুটির দিনে মেলায় মুসল্লিদের ভিড় লেগেই থাকে। এক্ষেত্রে অনেক ভক্ত তারকেশ্বর যাওয়ার জন্য ট্রেনের পথ বেছে নেন। তাই শ্রাবণী মেলায় ভক্তদের যাত্রার জন্য রেলের তরফে আগাম ঘোষণা করা হয় বিশেষ ট্রেনের।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সমস্ত রবিবার, সোমবার এবং উৎসবের দিনগুলিতে হাওড়া-তারকেশ্বর রুটে চলবে।
[আরও পড়ুন]: বাদাম চাষ করে কীভাবে কোটিপতি হবেন? রইল টিপস
[আরও পড়ুন]: মাত্র ক্ষণিকের আয়ু নিয়ে জন্মায় যেসব প্রাণী। ২৪ ঘণ্টার ও কম হয় আয়ু
[আরও পড়ুন]: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?
হাওড়া থেকে তারকেশ্বর যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ মিনিটে পৌঁছবে তারকেশ্বরে। পাশাপাশি পুজো দেওয়ার পর ভক্তদের হাওড়া ফিরতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭ মিনিটে ছাড়বে। সেগুলি হাওড়া পৌঁছবে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫ মিনিটে।
[আরও পড়ুন]: ভুলে যান রোজ ফোন চার্জিং, ৫০ বছর চলবে এই ব্য়াটারি!
[আরও পড়ুন]: প্রচণ্ড গরমে মোবাইল ও ল্যাপটপে এ আগুন লাগার ভয়, কিভাবে সাবধান হবেন?
উপরন্তু, ভগবান শিবের বিশাল জলাভিষেকের জন্য, অনেক ভক্তগণ গঙ্গার জল শেওড়াফুলি থেকে তারকেশ্বরে নিয়ে যান। এই কারণে পূর্ব রেল শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ৬টা ৫৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, বিকেল ৪টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যথাক্রমে তারকেশ্বর পৌঁছাবে সকাল ০৭টা ৪৫ মিনিটে, ১০টা ১৫ মিনিটে, বিকেল ৫টা ১০ মিনিটে এবং রাত সাড়ে ৮টায়। অন্যদিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে ভোর ৫টা ৫৫ মিনিট, সকাল ৮টা ১০ মিনিট, দুপুর ২টো ৫০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। শেওড়াফুলি পৌঁছাবে যথাক্রমে সকাল ০৬টা ৪৫ মিনিটে, সকাল ০৯টা ৩ মিনিটে, বিকেল ০৩টা ৪০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
[আরও পড়ুন]: এআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।
[আরও পড়ুন]: এয়ার পিউরিফায়ার যুক্ত এসি (AC)। কিনবেন নাকি?
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘নিয়মিত ট্রেনের পাশাপাশি এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি প্রতি রবিবার, সোমবার এবং ছুটির দিনে শ্রাবণী মেলার সময় তারকেশ্বরে যাবে। এই ক্ষেত্রে, ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখে, বিশেষ ট্রেন চলাচল করবে। এই ট্রেনগুলি এই রুটের সমস্ত স্টেশনে থামবে। উল্লেখ্য, পূর্ব রেলের তরফে এর আগেও বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
________