তারকেশ্বর TV: সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিল প্রেম করছেন কি না সেটা নিয়ে তাদের ভক্তকুলের মধ্য কল্পনার শেষ নেই। কারণ দুজনের কেউই সেভাবে কিছু বলেননি।
এদিকে এক ইন্টারভিউ-এ গিল কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছেন।
[আরও পড়ুন]: শ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি
শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক
কিছুদিন আগে গিল একটি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। যেখানে সঞ্চালিকা তাঁকে প্রশ্ন করেন তিনি সারাকে ডেট করছেন কি না। যেখানে দেখা যায় শুভমান উত্তর দিচ্ছেন ‘May be’। যার অর্থ হতে পারে। অর্থাৎ, সারার সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন শুভমান উড়িয়ে দিলেন না, আবার গ্রহণও করলেন না। যদিও সঞ্চালিকা শুধু সারা নামটা নিয়েছেন আলি খান নাকি তেন্ডুলকর সেটা মেনশন করেননি।
[আরও পড়ুন]: Belly Fat: ব্যায়াম না করলেও হুড়মুড়িয়ে কমবে শরীরের চর্বি। পাতে রাখুন এই রুটি
[আরও পড়ুন]: Breast feeding: শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে ঘাটতি হচ্ছে দুধের? সমাধান বাড়িতেই
[আরও পড়ুন]: Alka Yagnik: অলকা ইয়াগনিক অসুস্থ। বিরল রোগে আক্রান্ত তিনি।
সারা তেন্ডুলকরের ভালোবাসার মানুষ কে নিজেই জানালেন –
ইন্সটাগ্রামে পোস্ট করে সারা এবার নিজেই জানালেন নিজের প্রিয় মানুষের কথা নিজের ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছেন সারা টেন্ডুলকার। সারা যাকে সবচেয়ে মিষ্টি এবং প্রিয়জন হিসাবে বর্ণনা করেছিলেন তার সাথে একটি ছবিও পোজ দিয়েছিলেন।
সারা তার কাঁধে মাথা রেখে একটি ছবির জন্য পোজ দিয়েছিলেন। এ সময় তাকে বেশ হাসিখুশিও দেখাচ্ছিল।
[আরও পড়ুন]: Cancer Vaccination: জরায়ুর ক্যানসার রোধে টিকাকরণে জোর রাজ্যে। বিয়ের আগেই ভ্যাক্সিন
[আরও পড়ুন]: ইলেকট্রিক স্কুটির দাম কমতে পারে। ভর্তুকি নিয়ে ঘোষণার সম্ভাবনা বাজেটে
[আরও পড়ুন]: Ola S1 X: তাড়াতাড়ি করুন। শুরু হয়ে গিয়েছে ডেলিভারি। এক চার্জেই ১৯০ কিমি
সারা তেন্ডুলকর যার সাথে ছবিটি শেয়ার করেছিলেন তিনি হলেন তার ভাই অর্জুন তেন্ডুলকর, যাকে তিনি তার প্রিয় বলে বর্ণনা করেছিলেন।
সারা এবং অর্জুন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সক্রিয় থাকেন এবং প্রতিদিন কিছু না কিছু ভাগ করে নিতে থাকেন।
উল্লেখ্য, সারা টেন্ডুলকার এ বছর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
_______